রেকর্ড গড়ে মুম্বাইয়ের প্রথম জয়

রেকর্ড গড়ে মুম্বাইয়ের প্রথম জয়

আইপিএলের সবচেয়ে সফল দলের একটি মুম্বাই ইন্ডিয়ান্স। এখন পর্যন্ত শিরোপা জিতেছে ৫ বার। কিন্তু সেই দলটিই কিনা ২০২৪ মৌসুমে পায়ের নিচে মাটি পাচ্ছিল না। হেরেছে প্রথম তিন ম্যাচের তিনটিতেই। যা নিয়ে সমালোচিত হতে হচ্ছিল দলটির নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। সব মিলিয়ে একটা জয় বড্ড বেশি জরুরী হয়ে পড়েছিল ফ্র্যাঞ্চাইজিটির জন্য। সেই জয় আসল অবশেষে। আর এই জয় পেতে রীতিমতো রেকর্ড গড়তে হয়েছে মুম্বাইকে।

এদিন শুরুতে ব্যাট করতে নেমে ফিফটি পায়নি দলটির কোনো ব্যাটারই। এরপরও দলের রানটা গিয়ে ঠেকেছে ২৩৪-এ। যা টি-টোয়েন্টিতে ফিফটি ছাড়া দলীয় সর্বোচ্চ সংগ্রহ। এর আগে সর্বোচ্চ রান ছিল কেন্টের বিপক্ষে করা সামারসেটের ২২৬ রান।

এই রানটা অবশ্য আসত না, যদি না মুম্বাইয়ের হয়ে শেষ দিকে ব্যাট হাতে তাণ্ডব না চালাতেন টিম ডেভিড ও রোমারিও শেফার্ড। এদিন তো শেষ ওভারে ৪ ছক্কা ও ২ চারে এক ওভারেই ৩২ রান তুলেছেন শেফার্ড। আর সেই সুবাদেই নিজেদের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দলীয় রানের ভিত পায় মুম্বাই।

লক্ষ্যটা পাহাড়সম হলেও ম্যাচেই ছিল দিল্লি ক্যাপিটালস। ওপেনার পৃথ্বী শ ৪০ বলে ৬৬ রান করে সাজঘরে ফিরলে মাঝে দলকে টানেন অভিষেক পোরেল ও ট্রিস্টান স্টাবস। মূলত, স্টাবসই জয়ের স্বপ্নটা জিইয়ে রেখেছিলেন দিল্লির। সাজঘরে ফেরার আগে খেলেছেন ২৭ বলে ৭ ছয় ও ৩ চারে ৭১ রান। এরপর তিনি ফিরলে শেষ হয় দিল্লির লড়াই। ম্যাচ হারে ২৯ রানে। এদিন বল হাতে কুর্টজে ৩৪ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। আতে তাতে টুর্নামেন্টে প্রথম জয় পায় পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বাই।

সম্পর্কিত খবর