পুনে ম্যাচে বাংলাদেশ একাদশে বাড়তি স্পিনার!
বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে বাংলাদেশ। খেলিয়েছে দুটি ভিন্ন একাদশ। প্রথম ম্যাচের একাদশকে ফিরিয়ে আনে তৃতীয় ম্যাচে। দ্বিতীয় ম্যাচে খেলে একটি বদল নিয়ে। খুব সম্ভবত চতুর্থ ম্যাচেও আবার একাদশে বদল আনতে যাচ্ছে।
১৯ অক্টোবর ভারতের বিরুদ্ধে ম্যাচ। এই ম্যাচের জন্য অনুশীলনে দুদিন সময় পেয়েছে দল। প্রথমদিনের অনুশীলনে মঙ্গলবার জোরদার প্রস্তুতিতে ছিল পুরো দল। বুধবার (১৮ অক্টোবর) ম্যাচের আগের দিন সন্ধ্যায় ঐচ্ছিক অনুশীলনের সূচি। বিশ্বকাপের ১০ দলের মধ্যে এখন পর্যন্ত ভারত পুরোটা জুড়ে যে মানের এবং ধারের ক্রিকেট খেলছে তাতে সেমিফাইনালের সম্ভাব্য দল হিসেবে তাদেরকেই টপ ফেভারিট দেখাচ্ছে।
অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও পাকিস্তান-এই তিন প্রতিপক্ষকে ভারত হারিয়েছে দাপুটে ভঙ্গিতে। ৬, ৮ ও ৭ উইকেটের এই জয় জানাচ্ছে তিনটি ম্যাচই হয়েছে একতরফা। ব্যাটে-বলে ভারত যে কায়দার ক্রিকেট খেলছে তাতে এখন পর্যন্ত বিশ্বকাপের রেসে রোহিত শর্মার দলই শীর্ষে। পয়েন্ট টেবিলও সেই প্রমাণই দিচ্ছে।
আর বাংলাদেশ?
শুরুটা হয়েছিল সাকিব আল হাসানদের বড় জয়ে। ধর্মশালায় আফগানিস্তানের বিরুদ্ধে পাওয়া সেই সহজ জয়ে বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্ন রঙিন করে। কিন্তু একই মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে বড় হারে বিশ্বকাপে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। পরের ম্যাচে চেন্নাইতে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও একতরফা ম্যাচে হারে বাস্তবতার জমিনে ফিরে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন।
পেছনের দুই ম্যাচের বড় হারে স্পষ্ট হয় বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দলে অনেক বড় ফাটল। ভারতের বিরুদ্ধে পুনের ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে সেই ফাটল মেরামতের বাড়তি চিন্তা নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
পুনের এই মাঠে চলতি বিশ্বকাপের এটাই প্রথম ম্যাচ হতে যাচ্ছে। এখানকার উইকেট মূলত রানোৎসবের জন্যই বিখ্যাত। এই তথ্যের সঙ্গে ভারতের বিখ্যাত ব্যাটিং লাইনআপের শক্তিমত্তা যোগ করুন। যা পাচ্ছেন তার নাম ব্যাটিং তাণ্ডব! ১৯ অক্টোবরের ম্যাচে অমন-কিছু করার ইচ্ছে নিয়েই অপেক্ষা করছে ভারত। অনুশীলনে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ার বিশালসব ছক্কা গ্যালারিতে এসে আছড়ে পড়ে সেই ব্যাটিং স্ক্রিপ্টই জানিয়ে দিল!
ভারতের এই ব্যাটিংকে ‘শাসনে’ রাখার জন্য বাংলাদেশ একাদশে বোলিং শক্তি বাড়ানোর পরিকল্পনা কষছে। পুনে ম্যাচের একাদশে তাই বাড়তি স্পিনার খেলানোর কৌশল নিয়ে চিন্তা করছে বাংলাদেশ দল। নাসুম আহমেদ হতে পারেন বাংলাদেশের সেই বাড়তি স্পিনার। সর্বশেষ মোকাবেলায় ভারতের বিরুদ্ধে জয়ী ম্যাচে বাংলাদেশ একাদশে চারজন স্পিনার খেলিয়েছিল। জেনুইন ছয়জন বোলার ছিল একাদশে। ১৯ অক্টোবর পুনের ম্যাচের জন্যও সেই ছক নিয়ে চিন্তা করছে বাংলাদেশ দল।
প্রশ্ন হলো একাদশে বাড়তি স্পিনার যোগ হলে বাদ পড়ছেন কে?
সম্ভাব্য উত্তর দুটো, প্রথমত: নাসুম একাদশে এলে বাদ পড়তে পারেন অফ-ফর্মে থাকা ওপেনার তান-জিদ হাসান তামিম। সেক্ষেত্রে লিটনের সঙ্গে ওপেনিং জুটিতে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে। অথবা মেকশিফট ওপেনার হিসেবে মেহেদি হাসান মিরাজ হতে পারেন লিটন দাসের সঙ্গী।
দ্বিতীয়ত: বাড়তি স্পিনার খেলাতে গিয়ে তিন পেসারের জায়গায় দুই পেসার নিয়েও নামতে পারে বাংলাদেশ। দল এই পরিকল্পনার পথে হাঁটলে ওপেনার তানজিদ হাসান তামিম ফর্মে ফেরার জন্য বিশ্বকাপে আরেকটি ম্যাচ পাচ্ছেন।