‘হাথুরু সেরা কোচ হতে পারে, আমার কাছে মূল্য রাখে না’

‘হাথুরু সেরা কোচ হতে পারে, আমার কাছে মূল্য রাখে না’

সবশেষ ভারত বিশ্বকাপে টিম ডিরেক্টর হিসেবে দলের সঙ্গে সফর করেছেন খালেদ মাহমুদ সুজন। তবে টিম ডিরেক্টর হিসেবে তিনি থাকলেও দলের কোনো বিষয়েই সিদ্ধান্ত নিতে পারেননি তিনি। বলতে গেলে দলের প্রায় সব বিষয়েই অনেকটা একভাবে সিদ্ধান্ত নিতেন প্রধান কোচ চান্ডিকা হাথুরুহিংসে। আর সে কারণেই জাতীয় দলের সঙ্গে আর থাকতে চান না সুজন। নিজের সম্মান ধরে রাখতে চান তিনি।

বিসিবি প্রধানের অত্যন্ত আস্থাভাজন সুজন। যেকোনো বড় সিরিজ বা টুর্নামেন্টে সুজনকে দলের সঙ্গে পাঠান পাপন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও যদি ফের তাকে দলের সঙ্গে পাঠাতে চান বিসিবি প্রধান। তবে কি করবেন সুজন, জানিয়েছেন সেটাও। বলেন, ‘আমি এখন আর ২৮-২৯ বছরের বালক না, আমার সম্মানটা আমাকে রাখতে হবে। পাপন ভাইকে আগের মতোই সম্মান করি। কিন্তু আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করি পাপন ভাইকে যেন উনি আমাকে আর এ বিষয়ে কোন কাজ করতে না বলেন’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে হাথুরুর অধীনে কোনো দায়িত্ব দেওয়া হলে তিনি তা করবেন কি-না সেই ভাবনার কথাও জানিয়েছেন সুজন। বলেন, ‘হাথুরুসিংহে বিশ্বের সেরা কোচ হতে পারে সেটা আমার কাছে কোন মূল্য রাখে না। আমার বাংলাদেশে অনেক সম্মান আছে, ক্রিকেটাররা আমাকে অনেক সম্মান করে, আমি সেই সম্মানের জায়গাটা হারাতে চাই না।’

বিশ্বকাপে বরাবরই দেখা যায় দলের সঙ্গে অনেকেই বিদেশ ভ্রমণ করছেন। যাদের অনেকেরই থাকে না তেমন কোনো ভূমিকা। সবশেষ ভারত বিশ্বকাপে সুজনও ছিলেন অনেকটা তেমনই। আর এই কাজ না করে দলের সঙ্গে ঘুরে বেড়াতে চান না তিনি। বলেন, ‘একটা জায়গায় যখন কাজ করেছি, সেই জায়গাটা যখন না পাই কাজ করতে, এতগুলো ট্যুর করার পর আমার কাজটা পরিবর্তন হয়ে যায় তাহলে আমাকে ওই দায়িত্বে রাখার কোন মানে হয় না আসলে। আমি সেই কাজ না করতে পারি তাহলে কেন করবো, আমি তো ট্যুর করতে যাই না বাংলাদেশ দলের সঙ্গে। আমি ট্যুর পার্টি হতে চাই না। আমি বিদেশ অনেক ঘুরেছি, বিদেশ ঘুরার কোন ইচ্ছাই নাই আমার।’

সম্পর্কিত খবর