বুমরাহ নয় নাসিমকে বেছে নেবেন বাবর
সময়ের অন্যতম সেরা বোলারদের একজন হিসেবে বিবেচনা করা হয় জাসপ্রিত বুমরাহকে। বোলিং দিয়ে দলকে জেতানোর কীর্তি বুমরাহর ভুরিভুরি। তবে যদি শেষ ওভারে ম্যাচ বাঁচাতে ১০ রান প্রয়োজন হয়; তবে বোলার হিসেবে কাকে বেছে নেবেন বাবর আজম। বুমরাহকে না স্বদেশী নাসিম শাহকে। এমন প্রশ্নের উত্তরে নাসিমকেই এগিয়ে রেখেছেন বাবর।
নাসিমকে নিয়ে অবশ্য বড় স্বপ্নই দেখছে পাকিস্তান। সবশেষ ভারত বিশ্বকাপে এই তরুণ পেসারকে পায়নি পাকিস্তান। চোটের কারণে খেলতে পারেনি তিনি। যেই শূন্যতা পুরো আসর জুড়েই ভুগিয়েছে পাকিস্তানকে। তবে সেই চোট কাটিয়ে এরইমধ্যে পিএসএল দিয়ে ফিরেছেন তিনি। সব ঠিক থাকলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও থাকবেন তিনি।
চোট সারিয়ে উঠে অনেকেই পুরনো রিদম পায় না। তবে সেই জামেলা নেই নাসিমকে নিয়ে। পিএসএলে এরইমধ্যে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন তিনি। ইসলামাবাদ ইউনাইটেডকে চ্যাম্পিয়ন করতে ১১ ম্যাচে ৭.৫৬ ইকোনমিতে উইকেট তুলেছেন ১৫টি। তার এমন ফর্ম নিয়ে আশাবাদী বাবরও।
নাসিমকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়ে বাবর বলেন, ‘যেভাবে সে ইনজুরির পর ফিরে এসেছে... তার দক্ষতা অসাধারণ। পাকিস্তানে এরকম প্রতিভা আমরা সচরাচর দেখি না। শাহিন আফ্রিদি তার নিজের ক্লাসে আছে। কিন্তু নাসিম একই রকম গতিপথে রয়েছে, আর এরমধ্যে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করছে সে।’