ঈদ আনন্দে ফুটবল উৎসব
সামনেই ঈদ। মুসলিম ধর্মের সবচেয়ে বড় এই উৎসবকে কেন্দ্র করে বাহারি অনুষ্ঠানের পসরা সাজিয়েছে টেলিভিশনগুলো। তবে ফুটবল প্রেমীদের কাছে সেসব অনুষ্ঠানের চেয়ে প্রাধান্য পাচ্ছে প্রিয় দলের ম্যাচ। যা নিয়েই তুমুল আগ্রহ তাদের। আর এই ঈদের ছুটিতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচও রয়েছে। যা বাড়িয়ে দিচ্ছে সমর্থকদের আগ্রহকেও। ঈদের ছুটিতে মাঠে গড়াতে যাওয়া তুমুল উত্তেজনাকর সেই ম্যাচের খুঁটিনাটি জানাব এই প্রতিবেদনে।
৯ এপ্রিল
এদিন রাতে রয়েছে চ্যাম্পিয়নস লিগের মহাগুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালের ম্যাচ। একই সময়ে ভিন্ন ভিন্ন ম্যাচে মুখোমুখি হবে গত আসরের ফাইনালিস্ট ম্যানচেস্টার সিটি ও রেকর্ড চ্যাম্পিয়নস লিগ বিজয়ী রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে রাত ১ টায়। একই সময়ে মাঠে নামবে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে থাকা আর্সেনালের ম্যাচটি নিয়েও বাড়তি আগ্রহ আছে ফুটবল প্রেমীদের মধ্যে। ম্যাচ দুটি দেখাবে সনি লাইভ।
১০ এপ্রিল
এদিনও রয়েছে চ্যাম্পিয়নস লিগের জমজমাট দুই ম্যাচ। রাত ১ টায় পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা। অন্য ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বরুশিয়া ডর্টমুন্ড। ম্যাচ দুটি দেখা যাবে সনি লাইভে। একইদিন মাঠে নামবে মেসির দল ইন্টার মিয়ামি।
১১ এপ্রিল
এদিন রয়েছে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে। মাঠে নামবে লিভারপুল, এসি মিলান, বেনফিকা ও লেভারকুসেনের মতো দল। চারটি ম্যাচই মাঠে গড়াবে রাত ১ টায়।
১২ এপ্রিল
এদিন অবশ্য তেমন গুরুত্বপূর্ণ কোনো ম্যাচ নেই ফুটবলে। স্প্যানিশ লা লিগায় রাত ১ টায় মাঠে নামবে রিয়াল বেটিস ও সেল্টা ভিগো।
১৩ এপ্রিল
এদিন ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কিছু ম্যাচ রয়েছে। একই দিন ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, নিউক্যাসল ও টটেনহ্যাম। একই দিন লা লিগায় মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো দল।
১৪ এপ্রিল
বাংলাদেশের নববর্ষের দিন ভিন্ন ম্যাচে মাঠে নামবে লিভারপুল ও আর্সেনাল। দু’দলই লড়ছে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার দৌড়ে। এদিন আর্সেনাল মাঠে নামবে অ্যাস্টন ভিলার বিপক্ষে। অন্যদিকে লিভারপুল মাঠে নামবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে।