আইপিএল খেলা হলো না ব্রুকের, বদলি লিজাদ
টেস্ট ব্যাটারের তকমাটা গায়ের সঙ্গে জড়িয়ে গিয়েছিল হ্যারি ব্রুকের। সেই তাকে এবার দলে টেনে বেশ চমকই দেখিয়েছিল আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। তাকে দলে ভিড়িয়েছিল ৪ কোটি রুপিতে। তবে শেষ পর্যন্ত দল পেলেও আইপিএল খেলা হলো না তার।
এরইমধ্যে তার বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার পেসার লিজাদ উইলিয়ামসকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এক্ষেত্রে অবশ্য অনেক টাকা সাশ্রয় হচ্ছে দিল্লির। কেননা, ভিত্তিমূল ৫০ লক্ষ্য রুপিতেই তাকে পেয়ে যাচ্ছে তারা।
অবশ্য, এর আগে আইপিএল খেলতে ভারতের দিল্লির দলের সঙ্গে যোগ দিয়েছিলেন ব্রুক। তার দল ৫ ম্যাচ খেলে ফেললেও মাঠে নামা হয়নি তার। এর মধ্যে মারা যান তার দাদী। যার কারণে আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে দেশে পরিবারের কাছে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার সেই সিদ্ধান্ত মেনে নিয়েছে তার দলও।
এ বিষয়ে দিল্লির ক্যাপিটালস এক বিবৃতিতে বলেছে, ‘প্রোটিয়া ফাস্ট বোলার লিজাদ উইলিয়ামসকে আইপিএলের চলমান বাকি অংশের জন্য ইংল্যান্ডের হ্যারি ব্রুকের বদলি হিসেবে ফ্র্যাঞ্চাইজি দ্বারা স্বাক্ষর করান হয়েছে।’
২০১১ সালের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে উইলিয়ামস দেশের হয়ে দুটি টেস্ট, চারটি ওয়ানডে এবং এগারোটি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন। দিল্লির দলে ডাক পাওয়া নিয়ে তিনি জানিয়েছেন, ‘দিল্লি আমাকে দলে নেওয়ার পর আমি খুব উত্তেজিত এবং দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য মুখিয়ে ছিলাম। অবশেষে সেই সময় এসেছে।’