স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার জবাব দিলেন বাবর
স্ট্রাইক রেট নিয়ে বরাবরই সমালোচনার শিকার হতে হয় বাবর আজমকে। সেঞ্চুরি করলেও গঞ্জনা শুনতে হয়! এই ইনিংস দিয়ে কী হবে, যদি স্ট্রাইক রেট ‘ঠিক’ রেখে রান না তোলা যায়-এমন প্রশ্ন ধেয়ে আসে তার দিকে। এবার বিষয়টি নিয়ে সমালোচকদের জবাব দিয়েছেন পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক।
জালমি টিভির পডকাস্টে স্ট্রাইক রেটের বিষয়টিকে কীভাবে দেখেন সেটা খোলাসা করেন বাবর, ‘আমি শুধু দলের জয়ের কথাই ভাবি। কীভাবে ইনিংসটাকে গড়ে তুললাম, সেটা ভাবি। স্ট্রাইক রেট ব্যাপারটা আসলে ভিন্ন গল্প। ইনিংস গড়া আর ম্যাচ জেতানো আলাদা দুটি বিষয়। ম্যাচ জিতলে দুটিই হয়ে যায়।’
টি-টোয়েন্টি ১০ হাজার বা তার বেশি রান করা যে ক’জন ব্যাটার রয়েছেন, তাদের মধ্যে ১৩০ এর নিচে স্ট্রাইক রেট কেবল দুইজনের। আর সে দুইজনের একজন যে বাবর আজম, তা বোধহয় না বললেও চলছে।
তবে স্ট্রাইক রেটের বিষয়টি নিয়ে সমালোচকদের এত উচ্চবাচ্য কেন তা বুঝতে পারেন না বাবর, ‘হাতে উইকেট থাকলে ২০০ স্ট্রাইক রেটেও খেলা যায়। আমি বুঝি না, আমার স্ট্রাইক রেট নিয়ে মানুষের কেন এত সমস্যা। তারা বলবে ১৫০ স্ট্রাইক রেটে ব্যাট করা উচিত। তারপর বলবে ১৭০। এরপর আমি যদি ১৭০-এ ব্যাট করি, বলবে ২০০ স্ট্রাইক রেটে খেলা উচিত।’