ভাইরাল জ্বরে আক্রান্ত পাকিস্তানের একাধিক ক্রিকেটার

ভাইরাল জ্বরে আক্রান্ত পাকিস্তানের একাধিক ক্রিকেটার

সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছে পাকিস্তান। বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়াতে শুক্রবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাবর আজমের দল। তার আগে দুশ্চিন্তা পাকিস্তান দলে। দলের বেশ কয়েকজন ক্রিকেটার ভুগছেন ভাইরাল জ্বরে।

খবর, ভাইরাল সংক্রমণে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শফিক। ভুগছেন উচ্চ তাপমাত্রার জ্বরে। পরিস্থিতি এতোটাই আশঙ্কাজনক যে, বাকি ক্রিকেটারদের ভাইরাল সংক্রমণ থেকে বাঁচাতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে শফিককে। এরপরও নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি।

শফিকের পর ভাইরাল জ্বর দেখা দিয়েছে শাহিন আফ্রিদি, সৌদ শাকিল ও জামান খানের। এদিকে দিন গড়ালেই পরশু শুক্রবার বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে হবে পাকিস্তানকে। সেই ম্যাচে, এই চার ক্রিকেটারকে পাওয়া যাবে কি-না; তাই নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এই অবস্থায় ১৫ সদস্যের দলে পাকিস্তানের ১১ জন মাঠে নামানোটাই হয়ে গেছে বড় চ্যালেঞ্জ।

যদিও ক্রিকেটারদের নিয়ে কিছুটা স্বস্তির খবর দিয়েছে পিসিবি। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘কিছু খেলোয়াড় গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন। তাদের বেশিরভাগই পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। কয়েকজন সেরে উঠার পর্যায়ে রয়েছেন। আমাদের মেডিকেল প্যানেল তাদের পর্যবেক্ষণ করছে।’

টুর্নামেন্টের শুরুতে ভারতের ওপেনার শুভমান গিল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায়; ধারণা করা হচ্ছিল পাকিস্তানের ক্রিকেটাররাও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারেন। তবে জানা গেছে ডেঙ্গুর কোনো লক্ষণ নেই ক্রিকেটারদের মধ্যে।

সম্পর্কিত খবর