আইসিসির মাস সেরা হলেন কামিন্দু মেন্ডিস

আইসিসির মাস সেরা হলেন কামিন্দু মেন্ডিস

প্রতিমাসের মতো এবারও আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) ঘোষণা করল মাস সেরা ক্রিকেটারের নাম। মার্চ মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এবার সেরা হিসেবে নির্বাচিত হলেন লঙ্কান ব্যাটার কামিন্দু মেন্ডিস।

প্রবথ জয়াসুরিয়া এবং ওয়ানিন্দু হাসারাঙ্গার পর তৃতীয় শ্রীলঙ্কান হিসেবে এই পুরষ্কারটি নিজের নামে করে নিলেন কামিন্দু মেন্ডিস। ব্যাটিংয়ের পাশাপাশি তিনি দলের হয়ে নিয়মিত স্পিন বোলিংও করে থাকেন। ব্যাট এবং বল দুটোতেই তিনি সাফল্যের দেখা পেয়েছেন।

মাস সেরার খেতাব পাওয়ার পর মেন্ডিস বলেন, ‘আইসিসির মাস সেরা হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমার আন্তর্জাতিক ক্যারিয়ারে এই পুরষ্কারটি আমাকে নতুনভাবে অনুপ্রেরণা যোগাবে।‘

সবশেষ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি এবং টেস্ট দুটি ফরম্যাটের সিরিজেই লঙ্কান দলে ছিলেন কামিন্দু। সিলেট টেস্টে দুই ইনিংসেই তার ব্যাট থেকে এসেছে সেঞ্চুরি, তার রান যথাক্রমে ১০২ এবং ১৬৪। প্রথম ব্যাটসম্যান হিসেবে সাতে বা এর পরে ব্যাটিংয়ে নেমে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি।

সম্পর্কিত খবর