একাদশে মুস্তাফিজ, বোলিংয়ে চেন্নাই
টস তখনো হয়নি। অনুশীলনে নামা চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে ছিলেন মুস্তাফিজুর রহমান। তখনই বোঝা যাচ্ছিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এই ম্যাচের একাদশে থাকছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। হলোও সেটাই। কলকাতার বিরুদ্ধে এই ম্যাচের একাদশে তাকে রেখেই একাদশ গড়েছে চেন্নাই। ৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন মুস্তাফিজ। মুস্তাফিজ এই ম্যাচে ফিরলেও মাহিশ পাথিরানা খেলছেন না এই ম্যাচে। ইনজুরি কাটিয়ে উঠতে পারেননি তিনি।
দেশে ফিরে আসায় মাঝে চেন্নাইয়ের হয়ে আগের ম্যাচটা মিস করেছিলেন মুস্তাফিজুর। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সেই ম্যাচে হারে চেন্নাই। টানা দুই ম্যাচে হেরেছে চেন্নাই। চার ম্যাচের মধ্যে দুটিতে হার, দুটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের চারে আছে গতবারের চ্যাম্পিয়নরা।
আজকের ম্যাচে চিপকের চেনা উইকেট থেকে চেন্নাই জয় নিয়ে ফিরতে চায়। চলতি টুর্নামেন্টে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে চিপকের যে উইকেটে ১৭৪ রান তাড়া করে ম্যাচ জিতেছিল চেন্নাই, আজ কলকাতাকে সেই উইকেটে পাচ্ছে তারা। ফলাফলও তেমনই চাইবে চেন্নাই।
টসে জিতে চেন্নাই অধিনায়ক রিতুরাজ গায়কোয়াড় চিপকের উইকেটে আগে বোলিং বেছে নেন। রাতের শিশির এখানে প্রভাব ফেলতে পারেনি এই বিবেচনায় চিপকে আগে বোলিংয়ের কাজটা সেরে রাখতে চাইছেন চেন্নাই অধিনায়ক।
টানা চার ম্যাচে জয়ী কলকাতা এই ম্যাচে আগের উইনিং একাদশ নিয়েই নেমেছে।