কথা রাখলেন মুস্তাফিজুর, পার্পেল ক্যাপ ফের মাথায়

কথা রাখলেন মুস্তাফিজুর, পার্পেল ক্যাপ ফের মাথায়

কথা রাখলেন মুস্তাফিজুর রহমান। তিন ম্যাচ খেলে ঢাকায় এসেছিলেন কয়েকদিনের জন্য। সেসময়টায় আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে মর্যাদার পার্পেল ক্যাপটা ছিল তার মাথায়। বিসিবির কাজে দেশে ফেরায় মাঝে চেন্নাইয়েরও হয়ে একটা ম্যাচ মিস করেন মুস্তাফিজ। সেই ম্যাচ হারে চেন্নাই। এবং মুস্তাফিজও হারান তার পার্পেল ক্যাপ। দুদফা বদল হয় এই ক্যাপ। প্রথমে গুজরাট টাইটান্সের পেসার মোহিত শর্মার মাথায় উঠে সর্বোচ্চ উইকেট শিকারের স্বীকৃতি জানানো এই ক্যাপ। পরে রাজস্থান রয়েলসের স্পিনার যুগবেন্দ্র চাহাল উইকেট শিকারে তাকে টপকে যান। ৮ উইকেট নিয়ে পার্পেল ক্যাপ উঠে যায় তার মাথায়। কিন্তু আইপিএলে ফিরেই ক্যাপটা ফের নিজের করে দখলে নিলেন মুস্তাফিজুর। দেশছাড়ার আগে মুস্তাফিজুর জানিয়েছিলেন, পার্পেল ক্যাপটা ফের মাথায় তুলতে চান তিনি। সেই প্রতিশ্রুতি পালন করতে মাত্র এক ম্যাচ সময় লাগলো তার!

টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৯ উইকেটের মালিক এখন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। চিপকে সোমবার রাতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪ ওভারে দুর্দান্ত পারফরমেন্স দেখান তিনি। মাত্র ২২ রানের খরচায় তুলে নেন ২ উইকেট। স্লোয়ার আর কাটারে কলকাতার ব্যাটারদের পর্যদুস্ত করে ইনিংসের শেষ ওভারে এই দুই উইকেট পান মুস্তাফিজুর।

চলতি আইপিএলের চার ম্যাচে সবকটিতেই মুস্তাফিজুর উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন। প্রথম ম্যাচেই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা। দ্বিতীয় ম্যাচে গুজরাটের বিরুদ্ধে ৩০ রানে ২ উইকেট শিকার। তৃতীয় ম্যাচে দিল্লির বিরুদ্ধে ম্যাচে ৪৭ রান খরচায় এক উইকেট পান। আর চিপকের খানিকটা স্লো উইকেটে সোমবার রাতে কলকাতা তো তাকেই খেলতেই পারেনি। শেষ ওভারে তার খরচা মাত্র ২ রান। আর তাতে আবার ২ উইকেট। টুর্নামেন্টে সবমিলিয়ে ৪ ম্যাচে ১৬ ওভারে ১২৮ রান খরচায় ৯ উইকেট এখন মুস্তাফিজুরের নামের পাশে। সেরা বোলিং ২৯ রানে ৪ উইকেট। ইকোনোমি ৮। একবার ম্যাচসেরা।

আইপিএলে নিজের অভিষেকের সেই সুবর্ণ সময়কে তাহলে এবার ফিরিয়ে আনছেন মুস্তাফিজ?

সম্পর্কিত খবর