‘বোলার’ রোহিতের দেখা মিলবে বাংলাদেশের বিপক্ষে!

‘বোলার’ রোহিতের দেখা মিলবে বাংলাদেশের বিপক্ষে!

বিশ্বকাপ শুরুর আগেই রোহিত শার্মা জানিয়েছিলেন প্রয়োজনে বল করবেন তিনি ও বিরাট কোহলি। তার কথায় সে সময় সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা হাসলেও; তিনি যে কথাটা কেবল বলার জন্য বলেননি সেটাই তিনি জানান দিচ্ছেন অনুশীলনে। বাংলাদেশ ম্যাচের আগে বল হাতে অনুশীলন করতে দেখা গেছে তাকে। সব ঠিক থাকলে হয়তো ম্যাচেও বোলিংটা করে ফেলতে পারেন তিনি।

ব্যাট হাতে দারুণ ভূমিকা রাখছেন রোহিত। সবশেষ দু’ম্যাচেই ভারতের জয়ের নায়ক ছিলেন তিনি। সেই তাকে দেখা গেল বল হাতে।

বৃহস্পতিবার পুনেতে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের চতুর্থ ম্যাচে মাঠে নামার আগে মঙ্গলবার ভারতের ঐচ্ছিক অনুশীলনে বোলিং নিয়ে ব্যস্ত দেখা গেছে রোহিতকে। এ সময় বল ঠিকঠাক জায়গায় ফেলতে অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনের থেকে পরামর্শ নিতে দেখা গেছে ভারতীয় অধিনায়ককে।

এ সময় রোহিতের বিপরীতে ব্যাটার ছিলেন রবীন্দ্র জাদেজা। তিনি বেশ কয়েক বার রোহিতের বোলিংয়ের প্রশংসাও করেছেন।

অনুশীলন শেষে রোহিতের বল করা নিয়ে অশ্বিন বলেন, ‘প্রতিযোগিতার শুরুর দিকে রোহিত বলেছিল ও বল করতে পারে। এখন ভারত ভাল খেলছে বলে ওর বল করার দরকার পড়ছে না। কিন্তু একজন ব্যাটার থাকা ভাল যে বলও করতে পারেন। এটাই রোহিত শর্মা। দক্ষতার কোনও শেষ নেই। হয়তো আমাদের দলে ভারসাম্য আনতে ওকে দরকার হতেও পারে। বাংলাদেশের প্রথম সাতে ৪-৫ জন বাঁ হাতি ব্যাটার রয়েছে। তাদের সামনে ৩-৪ ওভার অফস্পিন করে দিলে মন্দ হবে না।’

সম্পর্কিত খবর