রেকর্ড গড়ে জার্মানির নতুন ‘রাজা’ লেভারকুসেন
জার্মান লিগ বুন্দেসলিগার শিরোপা উঁচিয়ে ধরবে বায়ার্ন মিউনিখ, এই দৃশ্য দেখে অভ্যস্ত বিশ্বের ফুটবল দর্শক এবং সমরথরা। দীর্ঘ ১১ বছর ধরে এমনটাই ঘটে আসছে, তাই বলা যায় এতে অভ্যস্তই হয়ে গেছে বায়ার্নের সাপোর্টাররা। তবে এবার বায়ার্ন মিউনিখের একক আধিপত্যে বাঁধা হয়ে দাঁড়াল বায়ার লেভারকুসেন। প্রথমবারের মতো শিরোপার দেখা পেল তারা।
লিগ শেষ হতে এখনও বাকি আছে পাঁচ ম্যাচ। লিগের এই পর্যায়ে এসেই নিজেদের শিরোপার দখলদার হিসেবে নিশ্চিত করল বায়ার লেভারকুসেন। কাকতালীয়ভাবে এর আগে পাঁচবার লিগ রানার্সআপ হয়েছে তারা। তবে নিজেদের ক্লাবের ১২০ বছরে ইতিহাসে এবারই প্রথম শিরোপার দেখা পেল তারা।
নিজেদের শেষ ম্যাচে ব্রেমেনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে জাবি আলোনসোর শিষ্যরা। এই জয়ের পর ২৯ ম্যাচে ৭৯ পয়েন্ট তাদের। পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা বায়ার্নের পয়েন্ট ৬৩। কাগজে-কলমের হিসেবে পরের পাঁচ ম্যাচ যদি লেভারকুসেন হারে তাহলেও দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখের চেয়ে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকবে তারা।
তাই লিগ শিরোপা জেতার আনন্দ সঙ্গে করে নিয়েই এই ম্যাচে খেলতে নেমেছিল লেভারকুসেন। মাঠভর্তি দর্শকরা ব্যানার-পতাকা নিয়ে এসেছিল। রেফারির ম্যাচ শেষের বাঁশি শোনার পর ফুটবল বিশ্ব দেখল এক অভিনব দৃশ্য। ইতিহাসে উল্লেখযোগ্য কয়েকবার এরকম দৃশ্যের সাক্ষী হয়েছে ফুটবল প্রেমীরা। পুরো গ্যালারির দর্শকরা বাঁধভাঙ্গা উল্লাস ও আনন্দ নিয়ে নেমে পড়েছিল মাঠে।