রোহিতের সেঞ্চুরিও জেতাতে পারল না মুম্বাইকে

রোহিতের সেঞ্চুরিও জেতাতে পারল না মুম্বাইকে

দলের হয়ে এদিন নিজের সেরাটাই মাঠে ঢেলে দিয়েছিলেন রোহিত শর্মা। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন ২২ গজের মধ্যেই। ব্যাট হাতে তান্ডব চালিয়ে তুলে নিয়েছেন নিজের শতকটিও। তবুও জেতাতে পারেননি দলকে।

আইপিএলের অন্যতম ‘হট ফেভারিট’ দল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নিজেদের ঘরের মাঠ ওয়াংখেড়েতে খেলতে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। যেখানে নিজেদের সর্বোচ্চটা দিয়েও ২০ রানের পরাজয় হজম করতে হয়েছে রোহিত-হার্দিকদের।

এদিন দলের হয়ে বল হাতে এক উইকেট তুলে নিয়ে ৫৫ রান হজম করেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তবে ফিল্ডিংয়ে দেখিয়েছেন নৈপুণ্য। পাথিরানার ওভারে বাউন্ডারি ঘেষে দুর্দান্ত এক ক্যাচ আদায় করে নিয়েছেন তিনি।

টস জিতে এদিন শুরুতে চেন্নাইকে ব্যাটিংয়ে পাঠান মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শুরুটা ভাল না হলেও চেন্নাইয়ের মিডল অর্ডারের ব্যাটাররা ভারী করেন রানের পাল্লা। ৪০ বলে ৬৯ রান করে রুতুরাজ সাজঘরে ফেরত গেলেও ৩৮ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন শিভাম দুবে। সঙ্গে ধোনির ৪ বলে ২০ রানের ক্যামেও ইনিংসে নির্ধারিত ওভারে চেন্নাইয়ের দলীয় সংগ্রহ দাঁড়ায় ২০৬ রান।

বড় লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে নিজের সেরা পারফরম্যান্স দেখান ওপেনার রোহিত শর্মা। ম্যাচের শেষ পর্যন্ত ৬৩ বল খেলে অপরাজিত ১০৫ রান আসে তার ব্যাট থেকে। উইকেটের অপর প্রান্তে রোহিতকে সঙ্গ দিতে পারেনি আর কেউই। দিতে পারলে হয়ত ঠিকই দলকে জয় তুলে এনে দিতে পারতেন ভারতীয় এই ওপেনার। অবশেষে ২০ রানের পরাজয় মেনে নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

সম্পর্কিত খবর