পার্পল ক্যাপের জন্য চলছে ত্রিমুখী লড়াই

পার্পল ক্যাপের জন্য চলছে ত্রিমুখী লড়াই

চলতি আইপিএলের প্রথম ম্যাচে চার উইকেট শিকার করে পার্পল ক্যাপের দখল এককভাবে রেখেছিলেন মুস্তাফিজুর রহমান। পরে অবশ্য তার সঙ্গে ভাগ বসিয়েছিলেন মোহিত শর্মা, যেটিকেও আরও একবার টপকেছিলেন ফিজ। তবে বর্তমানে যুজবেন্দ্র চাহাল এবং জশপ্রীত বুমরাহ আছেন মুস্তাফিজের সঙ্গে শীর্ষ উইকেটশিকারির তালিকায় সবার ওপরের দিকে।

৫ ম্যাচে ১০টি করে উইকেট তুলে নিয়ে যৌথভাবে বুমরাহর সঙ্গে দ্বিতীয় অবস্থানে আছেন টাইগার পেসার মুস্তাফিজ। ১১ উইকেটের সঙ্গে উইকেটশিকারির তালিকায় শীর্ষে আছেন চাহাল।

নিজের সবশেষ ম্যাচে গতকাল রবিবার চেন্নাইয়ের হয়ে বল হাতে বেশ খরুচেই ছিলেন মুস্তাফিজ। চার ওভার বোলিং করে উইকেট শিকার করেছেন মাত্র একটি। বিনিময়ে হজম করেছেন ৫৫ রান। চেন্নাইয়ের পাঁচজন বোলারের মধ্যে এদিন মুস্তাফিজই ছিলেন সবচেয়ে খরুচে। যদিও ফিল্ডিংয়ে নিজের নৈপুণ্য দেখিয়েছেন তিনি। পাথিরানার ওভারে বাউন্ডারি ঘেষে দুর্দান্ত এক ক্যাচ লুফে নিয়ে কুড়াচ্ছেন প্রশংসাও।

চেন্নাইয়ের হয়ে আইপিএলের পুরো আসর জুড়েই যদি মাঠে নামার সুযোগ পান মুস্তাফিজ, তাহলে পার্পল ক্যাপটি আবারও নিজের দখলে নিয়ে নিবেন তিনি এমনটাই আশা করে আছেন তার সমর্থকরা।

সম্পর্কিত খবর