দিল্লির পর চেন্নাইতেও আফগান রূপকথা?

দিল্লির পর চেন্নাইতেও আফগান রূপকথা?

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের রাতটা আফগান ক্রিকেট ইতিহাসে সোনার হরফে লেখা হয়ে গেছে। সে ম্যাচটা হয়েছে দুই দিন হয়ে গেছে। আফগানিস্তান ইতোমধ্যে মাঠে নেমে গেছে। আজ মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ডের। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামেও যে ইতিহাস লেখতে চাইবেন রশিদ খানরা, তা আর বলতে। সে পথে প্রাথমিক কাজটা শেষ করেই রেখেছে দলটা। টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই চড়ে বসতে দেয়নি নিউজিল্যান্ডকে। প্রথম পাওয়ারপ্লেতে দিয়েছে মোটে ৪৩ রান।

এবারের আসরের সর্বোচ্চ রান ডেভন কনওয়ের। ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারসেরা ১৫২ দিয়ে শুরু করেছেন টুর্নামেন্টটা। থিতু হলে যে তিনি বড় ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, তা একরকম নিশ্চিত। তবে তাকে সেটা হতে দেয়নি আফগানিস্তান। 

শুরুটা অবশ্য করেছিলেন। মাঝব্যাটে একাধিক শটে পেয়েছিলেন চার। তবে তাকে থামানোর কাজটা সেরেছেন মুজিব উর রহমান। তার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরত যেতে হয়েছে কনওয়েকে। 

প্রথম পাওয়ারপ্লেতে উইকেটের খাতায় অর্জনটা এক না হয়ে দুই, কিংবা তিনও হতে পারত আফগানিস্তানের। দ্বিতীয় ওভারে ফজলহক ফারুকির বলে রহমত শাহ ফেলেন উইল ইয়াংয়ের ক্যাচ। 

এরপর পাওয়ারপ্লে শেষের এক ওভার আগে মুজিব নিচু এক ফুলটসে ক্যাচ তুলিয়েছিলেন টুর্নামেন্টের আরেক বিস্ময় রাচিন রবীন্দ্রকে দিয়ে। কিন্তু শর্ট মিড উইকেটে নিচু ক্যাচটা তালুবন্দি করতে পারেননি হাশমতউল্লাহ শহিদি। 

তবে এর আগে পরে যা করেছে আফগানরা, তাতে কাজটা মন্দ হয়নি। ১০ ওভার শেষে স্রেফ ৪৩ই তুলতে দিয়েছে নিউজিল্যান্ডকে। 

সম্পর্কিত খবর