মাশরাফির দুই উইকেট, তৌফিকের সেঞ্চুরিতে রূপগঞ্জের সহজ জয়
ঈদের ছুটির পর সোমবার ফের মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। বিকেএসপিতে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে মাঠে নেমেছিল মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জ। সেই ম্যাচে বল হাতে ২ উইকেট নিয়েছেন মাশরাফি। তার দিনে মাত্র ১৫০ রানে গুটিয়ে যায় গাজী টায়ার্স। যা তৌফিক খানের বিধ্বংসী সেঞ্চুরিতে হেসেখেলে টপকে যায় রূপগঞ্জ।
ম্যাচটি গড়ে দিয়ে গিয়েছিল রূপগঞ্জের বোলাররাই। গাজী টায়ার্স দলীয় ৪১ রানে প্রথম উইকেট খোয়ালেও এরপর প্রায় নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে। রূপগঞ্জের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে খুব একটা সুবিধা করতে পারেনি গাজী টায়ার্স। দলীয় সর্বোচ্চ ৩০ রান এসেছে ওপেনার ইফতেখার হোসাইনের ব্যাট থেকে।
রূপগঞ্জের বোলারদের মধ্যে ৩০ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন শুভাগত হোম। বল হাতে যথেষ্ট ইকোনোমিকাল ছিলেন মাশরাফিও। ৮ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৮ রান খরচায় তার শিকার ২ উইকেট।
৬৬ বলে ৮ ছক্কা ও ১২ চারে ১১৪ রান করেছেন তৌফিক খান। হয়েছেন ম্যাচসেরা।
বোলাদের গড়ে দেওয়া ম্যাচে দলকে সহজেই জয়ের বন্দরে নিয়ে গেছেন দলটির দুই ওপেনার তৌফিক ও সাদমান। সাদমান ৫১ বলে ৩৫ রানে অপরাজিত থাকলেও; ব্যাট হাতে গাজী টায়ার্সের বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন তৌফিক। ৬৬ বলে ৮ ছক্কা ও ১২ চারে ১১৪ রান আসে তার ব্যাট থেকে। আর সেই সুবাদে মাত্র ১৯.২ ওভারে জয় পায় লিজেন্ডস অব রূপগঞ্জ। চলতি প্রিমিয়ার লিগে যা তাদের ষষ্ঠ জয়।