অধিনায়ক সোহানে শেখ জামালের জয়
চলতি ডিপিএলে অষ্টম জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ঈদের পর লিগে ফিরেই নুরুল হাসান সোহানের দল ৫ উইকেটে হারিয়ে দিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে। এ ম্যাচে অবশ্য শেখ জামালের হয়ে মাঠে দেখা ছিলেন না সাকিব আল হাসান। এ জয়ে টেবিলের ২ নাম্বারে অবস্থান শেখ জামালের।
ফতুল্লায় শুরুতে ব্যাট করে শেখ জামালকে ২০৬ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে পারটেক্স। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান আসে আবরার আহমেদের ব্যাট থেকে। দলের শুরুর দিকের ব্যাটারদের মধ্যে রান পেয়েছেন সবাই। তবে তাদের সেই রানটাকে ফিফটি রূপ দিতে পারেননি কেউ। যার দায় চুকাতে হয়েছে ২০৫ রানে অলআউট হয়ে।
শেখ জামাল বোলারদের মধ্যে ৩২ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন শফিকুল ইসলাম। তিন উইকেট নিয়েছেন তৈয়বুর রহমান।
জবাব দিতে নেমে সাইফ হাসান ব্যক্তিগত ১৭ রান করে ফেরার পর রবিউল ফিরেন ২০ রান করে। এরপর ফজলে রাব্বি ও শেষমেশ সৈকত আলী ৪১ রান করে সাজঘরের পথ ধরলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন অধিনায়ক সোহান।
শেষদিকে ব্যাট হাতে তাকে দারুণ সঙ্গ দিয়েছে তৈয়বুর। বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে সোহানের সঙ্গে থেকে দলের জয় নিশ্চিত করেছেন তিনি। খেলেছেন ৩৯ রানের ইনিংস। অন্যদিকে সোহানের ব্যাট থেকে এসেছে ৭৫ বলে ৭৬ রান।