ইংলিশ কিংবদন্তি ‘ডেডলি’ আর নেই

ইংলিশ কিংবদন্তি ‘ডেডলি’ আর নেই

ভেজা উইকেটে প্রতিপক্ষকে একাই ধসিয়ে দিতে পারবেন ডেরেক আন্ডারউড। মাঝারি রান আপ নিয়ে করতেন স্পিন বল। তাতেই দিশেহারা হয়ে যেত প্রতিপক্ষের ব্যাটাররা। বিশেষ এই ক্ষমতার কারণে সতীর্থরা তাকে ডাকত ‘ডেডলি’ বলে। ইংল্যান্ডের কিংবদন্তি এই স্পিনার সোমবার মারা গেছেন ৭৮ বছর বয়সে।

আন্ডারউড ইংল্যান্ডের হয়ে ১৯৬৬ সালে অভিষেক হওয়ার পর খেলেছেন ১৯৮২ সাল পর্যন্ত। এই সময়ে ৮৬টি টেস্ট খেলে আন্ডারউড শিকার করেছেন ২৯৭টি উইকেট। টেস্টে ইংল্যান্ডের ষষ্ঠম সর্বোচ্চ উইকেট শিকারি বোলারও তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ১৭ বার পাঁচ উইকেট ও ৬ বার নিয়েছেন ১০ উইকেট।

ইংল্যান্ড জাতীয় দলের বাইরে ঘরোয়া ক্রিকেটেও তারকা ছিলেন আন্ডারউড। তিন দশকে খেলেছেন প্রায় ৯০০টিরও বেশি ম্যাচ। যেখানে তার উইকেট সংখ্যা ২৫২৩টি।

ভেজা উইকেটে আন্ডারডউ ছিলেন ভয়ঙ্কর। ১৯৬৮ সালে ওভালে অ্যাশেজ টেস্টে বৃষ্টির পর মাঠে নেমে ২৭টি বল করে ৪ উইকেট তুলে নিয়েছিলেন আন্ডারউড। ম্যাচের ৬ মিনিট বাকি থাকতে অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতিয়ে ছিলেন ইংল্যান্ডকে। আইসিসি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিং চালু হওয়ার পর ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত বিশ্বের সেরা বোলার ছিলেন তিনি।

সম্পর্কিত খবর