মেজর লিগ ক্রিকেটে যোগ দিচ্ছেন হেড

মেজর লিগ ক্রিকেটে যোগ দিচ্ছেন হেড

শীঘ্রই শুরু হতে যাচ্ছে মেজর লিগ ক্রিকেটের ২০২৪ সালের আসর। যেখানে সতীর্থ স্টিভেন স্মিথের সঙ্গে একই দল ওয়াশিংটন ফ্রিডমে যোগ দিতে যাচ্ছেন অজি হার্ড-হিটার ট্র্যাভিস হেড।

চলতি বছরে জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামার পর জুলাইয়ের ৪ তারিখ থেকে এই মেজর লিগ ক্রিকেটের আসরটি শুরু হওয়ার কথা আছে। এমএলসিও অধীর আগ্রহে অপেক্ষা করছে অজি এই ব্যাটারকে নিজেদের টুর্নামেন্টে খেলতে দেখার জন্য।

সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের ফরম্যাটে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজটি থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন হেড, কারণ তিনি এই বছর মেজর লিগ ক্রিকেটে অংশ নিতে চান।

বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত চারটি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। যেখানে ৩৩.২৫ গড় এবং ১৭২.৭৩ স্ট্রাইক রেটের সঙ্গে তার ব্যাট থেকে এসেছে মোট ১৩৩ রান। সবশেষ ম্যাচে তো সেঞ্চুরিও পেয়েছেন। যা আবার আইপিএলের ইতিহাসে চতুর্থ দ্রুততম ৩৯ বলে।

সম্পর্কিত খবর