ঝড়ো সেঞ্চুরি, ছক্কার বৃষ্টি, আইপিএলের রেকর্ড রান

ঝড়ো সেঞ্চুরি, ছক্কার বৃষ্টি, আইপিএলের রেকর্ড রান

আইপিএলের সর্বোচ্চ রানের রেকর্ডটা ছিল ২৭৭। সেটাও মাত্র তিন ম্যাচ আগে তাদেরই গড়া। সেই সানরাইজার্স হায়দরাবাদ যে এদিন তাদের গড়া সেই রেকর্ডটিকেও ছাড়িয়ে যাবে; সেই আভাস মিলছিল এদিন শুরুতেই। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে এদিন পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়েই স্কোরবোর্ডে ৭৬ রান জমা করে ফেলে দলটি। ছক্কার বৃষ্টিতে ব্যাঙ্গারুর ছোট মাঠে ৩৯ বলেই সেঞ্চুরি তুলে নেন ট্র্যাভিস হেড। এরপর বাকিরাও এসে চড়াও হন ব্যাঙ্গালুরুর বোলারদের ওপর। তাতে আইপিএলে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গিয়ে ঠেকেছে ২৮৭-তে।

এদিন হায়দরাবাদকে পথটা দেখিয়ে গিয়েছিলেন তাদের দুই ওপেনার অভিষেক শার্মা ও ট্র্যাভিস হেড। এই জুটি ভেঙেছে দলীয় ১০৮ রানে। আর সেই রানটা এসেছে মাত্র ৮.১ ওভারে। ২২ বলে ৩৪ রান করে সাজঘরে ফিরেছেন অভিষেক। দলের এমন অবস্থায় ব্যাটিংয়ে প্রমোশন পেয়ে যান হেনরিখ ক্লাসেন। হেডের সঙ্গে ‍জুটি বেধে ছক্কার বৃষ্টি নামান দু’জনে।

হেড খানিকটা পর সেঞ্চুরি তুলে ফিরলেও দলকে পথে রাখেন ক্লাসেন। নিজেও ছিলেন সেঞ্চুরির পথে। বিশাল সব ছক্কায় প্রতিপক্ষের বোলারদের কচুকাটা করছিলেন এই প্রোটিয়া ব্যাটার। ব্যাট চালিয়েছেন ২০০-এর বেশি স্ট্রাইক রেট বজায় রেখে। এরপর অবশ্য সেঞ্চুরির স্বপ্ন দেখিয়ে ফিরেছেন ৩১ বলে ৬৭ রান করে। তবে ততক্ষণে বড় সংগ্রহের ভিতটা গড়া হয়ে গিয়েছে তাদের।

সেই ভিতটাকে আরও পোক্ত করেন আবদুল সামান ও এইডেন মার্করাম জুটি। ব্যাট থেকে শেষ ‍দিকে সুনামি বইয়ে দিয়েছেন দু’জনে। একের পর এক ছক্কায় দলকে নিয়ে গেছেন রান পাহাড়ের চূড়ায়। তাদের দু’জনের ব্যাটিং তাণ্ডবেই ৩ উইকেট খরচায় স্কোরবোর্ডে ২৮৭ রানের রেকর্ড সংগ্রহ পায় হায়দরাবাদ। শেষ দিকে ১৭ বলে ৩২ রানে মার্করাম ও ১০ বলে ৩৭ রানে অপরাজিত ছিলেন সামাদ। হায়দরাবাদের ব্যাটাররা মিলে পুরো ইনিংসে মোট ২২ টি ছক্কা হাঁকিয়েছেন এদিন।

সম্পর্কিত খবর