রিমান্ডে নেওয়া হলো মাইকেল স্লাটারকে

রিমান্ডে নেওয়া হলো মাইকেল স্লাটারকে

একাধিক অপরাধের দায়ে সাবেক অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার মাইকেল স্লাটারকে রিমান্ডে নিয়েছে অস্ট্রেলিয়ার পুলিশ। তার বিরুদ্ধে প্রায় ডজনখানেক অপরাধের অভিযোগ আছে বলে জানা গিয়েছে।

অভিযোগগুলোর মধ্যে আছে অনৈতিকভাবে গোপনে নজরদারি, হয়রানি, রাতের আঁধারে অন্যের ঘরে বেআইনিভাবে অনুপ্রবেশ, শারীরিকভাবে আক্রমণ, ঘরোয়া সহিংসতা, জামিনের শর্ত ভঙ্গ ইত্যাদি। সবশেষ ঘরোয়া সহিংসতার অভিযোগে তাকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। এরপরই তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।

আজ (মঙ্গলবার) আদালতে তার মামলা উপস্থাপিত হবে। প্রমাণ হলে পরবর্তী শাস্তির আদেশ অর্পিত হবে। অস্ট্রেলিয়ার পুলিশের বরাত ডেইলি মেইল অনলাইন জানিয়েছে, গতকাল (সোমবার) অস্ট্রেলিয়ার মারুচাইদোরে ম্যাজিস্ট্রেট আদালতে স্লাটারের বিরুদ্ধে মামলা উপস্থাপন করা হয়। ২০২৩ সালের ৫ ডিসেম্বর থেকে এ বছরের ১২ এপ্রিলের মধ্যে অপরাধমূলক কার্যক্রমের জন্য স্ল্যাটারের বিরুদ্ধে মোট ১৯টি অভিযোগ গঠিত হয়েছে।

ব্যক্তিগত জীবনে এরকম নানা ঝামেলায় জর্জরিত থাকলেও স্লাটারের খেলোয়াড়ি জীবন ছিল বর্নিল। অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে মোট ৭৪টি টেস্ট ও ৪২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। টেস্ট ফরম্যাটে তার আছে ১৪টি সেঞ্চুরি। ২০০৪ সালে মাঠের খেলা থেকে অবসর নেন, এরপর টিভি ধারাভাষ্যকার হিসেবে বেশ সুনামও কুড়িয়েছিলেন সাবেক এই ক্রিকেটার।

সম্পর্কিত খবর