‘সাকিব চ্যাম্পিয়ন ক্রিকেটার তবে ওটা ভারতের জন্য কোনো বিষয় নয়’

‘সাকিব চ্যাম্পিয়ন ক্রিকেটার তবে ওটা ভারতের জন্য কোনো বিষয় নয়’

বিশ্বকাপ বড় মঞ্চে ভারতের বিরুদ্ধে ম্যাচ হলে এই এক সুবিধা। অনেক প্রিয় সাংবাদিক বন্ধু, সতীর্থদের সঙ্গে দেখা সাক্ষাত, খোঁজখবর তথ্য বিনিময়। পুনেতে পেছনের দুদিন ধরে ভারতীয় সাংবাদিকদের যাদের সঙ্গে দেখা হলো প্রায় সবার অভিন্ন কৌতুহল, প্রশ্ন- ‘সাকিব কি খেলছে এই ম্যাচে। ওর ইনজুরির অবস্থা কেমন?’

এই প্রশ্নের রেশ ধরেই বুধবার দুপুরে ভারতীয় দলের সংবাদ সম্মেলনেও সাকিব আল হাসান ‘বিষয়’ হয়ে উঠলেন। সংবাদ সম্মেলনে ভারতের পেস বোলিং কোচ পরশ মামব্রে তার ‘সাকিবীয় ব্যাখ্যায়’ শুরুতে গুনগান গাইলেও শেষটা করলেন এক ধরনের উপেক্ষা দিয়ে।

শুনি সাকিব সর্ম্পকে ভারতের পেস বোলিং কোচ ঠিক কি বললেন-‘আমরা জানি সে (সাকিব) ভালো খেলোয়াড়। বাংলাদেশের হয়ে খুব ভালো পারফরমেন্স করেছে। সে চ্যাম্পিয়ন খেলোয়াড়। খুব উপযোগী ক্রিকেটার। দলের প্রয়োজনে ব্যাটিংয়ে জ্বলে উঠতে জানে। বোলিংয়েও তাই। পাওয়ার প্লেতেও বল করে। সে যোগ্যতাসম্পন্ন বোলার। তাকে সেই মর্যাদা দেওয়া উচিত। তবে (তার) এসব কিছু আমাদের জন্য মোটেও কোনো বিষয় না। সুনির্দিষ্ট দিনের জন্য আমরা কেমন পরিকল্পনা করছি, কেমন করে সেটার প্রয়োগ করছি সেসব বিষয়ে আমাদের গেম প্লানটা বেশি মূখ্য।’

পরশ মামব্রের এই উক্তির শেষের অংশটা আপনি আরেকবার পড়ুন। ‘তবে (তার) এসব কিছু আমাদের জন্য মোটেও কোনো বিষয় না।’

ভারতীয় কোচ সম্ভবত সাকিব বিষয়ক ভীতি তাড়ানোর জন্যই এই কথা বলছেন। শেষবারের মুখোমুখি মোকাবেলায় সাকিব আল হাসানের নেতৃত্বে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। কলম্বোর সেই ম্যাচে সাকিব দলের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেছিলেন। বোলিংয়ে ৪৩ রানে ১ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা।

ক্যারিয়ারের ২২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব ভারতের বিরুদ্ধে। রান করেছেন ৭৫১। হাফসেঞ্চুরি ৯টি। সর্বোচ্চ ৮৩। এই ফরমেটে ভারতের বিরুদ্ধে তার রানগড় পুরো ক্যারিয়ার গড়ের চেয়ে কিছুটা বেশি। বোলিংয়েও মন্দ না। ২৯ উইকেট। সেরা ৩৬ রানে ৫ উইকেট।

১৯ অক্টোবরের ম্যাচের রণপরিকল্পনা করার সময় নিশ্চয়ই ভারতীয় টিম ম্যানেজমেন্ট সাকিবের সর্বশেষ এই পারফরমেন্সের ডাটা দেখেছে। তাই সাকিবের চোটের একটু বেশি খোঁজখবর নিচ্ছে। যদি খেলেন তাহলে প্ল্যান ‘এ’। আর যদি সাকিব এই ম্যাচে না খেলেন তাহলে প্ল্যান ‘আর’!

-প্ল্যান ‘আর’?
‘আর’ ফর রিল্যাক্স!

সম্পর্কিত খবর