গ্রাউন্ডসম্যানদের কাছ থেকে ভয়ডরহীন ক্রিকেটের লাইসেন্স পান হেড

গ্রাউন্ডসম্যানদের কাছ থেকে ভয়ডরহীন ক্রিকেটের লাইসেন্স পান হেড

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে গতকাল রাতে ব্যাট হাতে রীতিমতো সুনামি বইয়ে দিয়েছেন ট্র্যাভিস হেড। ৩৯ বলে করেছেন সেঞ্চুরি। যা আইপিএলের ইতিহাসে চতুর্থ দ্রুততম। সেঞ্চুরির পথে একাই ৮টি ছক্কা হাঁকিয়েছেন হেড। তার পথ অনুসরণ করে আইপিএলে দলীয় সর্বোচ্চ ২৮৭ রানের রেকর্ড গড়েছে তার দল সানরাইজার্স হায়দরাবাদ।

এমন ভয়ডরহীন ক্রিকেটের রহস্য কি? ম্যাচ শেষে জানতে চাওয়া হয়েছিল হেডের কাছে। উত্তরে অবশ্য গ্রাউন্ডসম্যান ও স্থানীয় ক্রিকেটারদের থেকে পরামর্শের কথা জানিয়েছেন হেড। বলেন, ‘পিচটি ছিল দারুণ। আমরা গ্রাউন্ডসম্যানদের থেকে পিচ সম্পর্কে তথ্য জেনেছি এবং কয়েকজন স্থানীয় লোককে আমাদের মিটিংয়ে রেখেছিলাম। তারাই আমাদের ভয়ডরহীন ক্রিকেটের লাইসেন্স দিয়েছিল।’

অভিষেক শর্মার সঙ্গে সবশেষ ম্যাচে দারুণ একটি জুটি গড়েছেন হেড। তাদের ওপেনিং জুটিতে মাত্র ৮ ওভারে স্কোরবোর্ডে ১০৮ রান জমা করে হায়দরাবাদ। অভিষেককে নিয়েও নিজের মতামত জানিয়েছেন হেড, ‘অভিষেক এবং আমি সত্যিই একে অপরের পরিপূরক। সে তরুণ এবং নির্ভীক। আমি তার সাথে ব্যাটিং করতে ভালোবাসি।’ প্রতিপক্ষের বোলাররা তাকে কীভাবে থামাবে সেই সম্পর্কেও বলেন হেড, ‘আমি নিশ্চিত নই কীভাবে ট্র্যাভিস হেডকে বল করতে হবে, তবে সবাই চেষ্টা করছে। আর তাছাড়া এটি বিশ্বের সবচেয়ে সুন্দর জিনিস নয়; তবে আমি আজ যেভাবে মারতে পেরেছি তাতে সন্তুষ্ট।’

সেঞ্চুরি হাঁকিয়ে বিশেষ একটি উদযাপন করেছেন হেড। ব্যাটের হাতলে হেলমেট রেখেছিলেন। সেই উদযাপন কাকে কেন্দ্র করে সেটাও জানিয়েছেন হেড, ‘এটি ড্যানিয়েল ভেট্টোরির জন্য ছিল। কয়েক দিন আগে, আমরা উদযাপন সম্পর্কে কথা বলছিলাম। তবে এটা একটু ভিতরের রসিকতা।’

রেকর্ড রান গড়েও স্বস্তিতে ছিল না হায়দরাবাদ। ২৮৭ রান তাড়া করতে নেমে ম্যাচ হেরেছে মাত্র ২৫ রানে। স্কোরবোর্ডে জমা করেছিল ২৬২ রান। বোলিং নিয়ে তাই ভাবনার জায়গা আছে কিনা হেডের কাছে প্রশ্ন ছিল সে’সব নিয়ে। তিনি অবশ্য বোলিংয়ে কোনো সমস্যা দেখছেন না। তার মতে দারুণ বোলিংই করেছে তার দলের বোলাররা।

বোলারদের প্রশংসা করে হেড বলেন, ‘আমরা দারুণ বোলিং করেছি। আমরা সম্ভবত ১২০ রানেই তাদের ৫ উইকেট তুলে নিয়েছিলাম। পরে দিনেশ কার্তিক এসে অবিশ্বাস্য একটা ইনিংস খেলায় ম্যাচ ক্লোজ হয়েছে। এরপরও আমি বলব, আমরা দারুণ বোলিং করেছি। আমরা জানতাম, চারটা ভালো ওভার ম্যাচে আমাদের জয় নির্ধারণ করে দিতে পারে। কামিন্স দারুণ বল করেছে। আমরা মাঝের দিকে উইকেট পেয়েছি, যা আমাদের খেলা ঠিক করে দিয়েছে।’

সম্পর্কিত খবর