হায়দরাবাদের চোখ ৩০০-তে
এই মৌসুমের আগে আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ডটা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দখলে। তবে গেল মাসে ৩ উইকেটে ২৭৭ রান করে রেকর্ডটাকে দুইয়ে ঠেলে দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। এরপর গেল রাতে সেটাও নেমে গেল দ্বিতীয় স্থানে। নিজেদের রেকর্ডই ভেঙে বসেছে হায়দরাবাদ। গতকাল ৩ উইকেট খুইয়ে দলটা করেছে ২৮৭ রান।
তবে এমন রেকর্ড গড়েও তৃপ্তির ঢেঁকুর তুলছে না প্যাট কামিন্সের দল। এবার আরও বড় কিছুতে চোখ পড়ে আছে দলের। বিষয়টার জানান দিলেন ট্রাভিস হেড, যিনি গতকাল সেঞ্চুরি করে দলের রেকর্ডে রেখেছেন বড় অবদান। তিনিই জানালেন, হায়দরাবাদের চোখ এবার ৩০০ রানে!
বেঙ্গালুরুর বিপক্ষে হেড করেছেন ৪১ বলে ১০২। তাতে হায়দরাবাদ পেয়ে যায় বড় রানের ভিত। সেখানে দাঁড়িয়ে হাইনরিখ ক্লাসেনের ঝোড়ো ৬৭ রানের ইনিংসে ভর করে ২৮৭ রানের এভারেস্টে চড়ে বসে ২০১৬’র চ্যাম্পিয়নরা।
তবে তাতেও মন ভরছে না দলটার, জানালেন হেড। ‘এখন সামনে একটা তিন দরকার, তাই না?’ বললেন হায়দরাবাদ ইনিংসের শেষে।
কেন, তাও জানালেন তিনি। বললেন, ‘আমাদের দলে ক্লাসেন আছে, আবদুল সামাদ, নিতিশ কুমার রেড্ডিদের মতো খেলোয়াড়রা আছে। ইনিংসের মাঝের দিকে আমাদের বেশ কিছু শক্তিশালী খেলোয়াড় আছে।’
এমন রান অবশ্য প্রতিদিন আসে না। ২৭৭ রানের ওই দলীয় ইনিংসের পরের ম্যাচেই তো, দলটা থেমে গিয়েছিল ১৬২ রানে, হেরেছিল ৭ উইকেটে। বড় রান প্রতিদিন আসবে না বটে, কিন্তু হায়দরাবাদ তা প্রতিদিনই করতে চাইবে, জানালেন হেড।
বললেন, ‘আমরা জানি, সবসময়ই যে এমন কিছু হবে, তার নিশ্চয়তা নেই। তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে, আমরা প্রতি ম্যাচেই বেশ ভালোভাবে মঞ্চটা গড়ে নিচ্ছি, আর প্রয়োজনীয় রানটা পেয়ে যাচ্ছি।’ দুবার আইপিএল রেকর্ড ভেঙে তার প্রমাণটা ভালোভাবেই দিয়ে যাচ্ছে তার দল।