নাহিদ রানার ফাইফার, মোহামেডানের হার

নাহিদ রানার ফাইফার, মোহামেডানের হার

বৃষ্টির শুরুর আগে দ্রুত ২ উইকেট তুলে একটা লড়াইয়ের সম্ভাবনা জাগিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টির আগে মোহামেডানের দেওয়া ২২৮ রানের লক্ষ্যে ২৩ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১৭ রান জমা করে শাইনপুকুর। এরপর মাঝে বৃষ্টির কারণে লম্বা সময় বন্ধ থাকে খেলা।

আর তাতে বৃষ্টি আইনে ৩০ ওভারে শাইনপুকুরের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৫৮ রান। যা ১৪ বল ও ৬ উইকেট হাতে রেখেই টপকে যায় শাইনপুকুর। চলতি ডিপিএলে যা তাদের সপ্তম জয়। আর এই জয়ে মোহামেডানের সমান ১৪ পয়েন্ট এখন শাইনপুকুরের। ম্যাচে ৪৫ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন নাহিদ রানা।

এদিন বল হাতে শাইনপুকুরকে দুর্দান্ত শুরু এনে দেন গতি দিয়ে আলোচনায় আসা নাহিদ রানা। শুরুতেই তুলে নেন রনি তালুকদারের উইকেট। এরপর একে একে ফিরিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, আরিফুল ইসলাম, আরিফুল হক ও নাসুম আহমেদকে।

নাহিদের ফাইফারের দিনে ব্যাট হাতে ৭৩ বলে ৫৬ রান করেন মোহামেডান অধিনায়ক ইমরুল কায়েস। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান আসে আবু হায়দার রনির ব্যাট থেকে। শেষ দিকে তার ৫৫ বলে ৫১ রানের সুবাদেই ৯ উইকেটে স্কোরবোর্ডে ২২৭ রানের পুঁজি পায় মোহামেডান।

লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার জিসান আলম দলকে দ্রুত শুরু এনে সাজঘরে ফেরেন। আউট হওয়ার আগে করেন ১৫ বলে ২৬ রান। এরপর তানজিদ হাসান তামিম ৩৬ বলে ৩৬ রানের ইনিংস খেলে দলকে পথে রেখে যান। মার্শাল আয়ুবও এদিন ব্যাট হাতে রান পাচ্ছিলেন। দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন জয়ের পথে। তবে বৃষ্টির শুরুর আগে ৩০ রানে রান আউটে কাটা পড়তে হয় তাকে। এরপর বৃষ্টির কারণে লম্বা সময় বন্ধ থাকে ম্যাচ। বৃষ্টির পর ম্যাচের পরিধি কমে আসলে ইরফান শুক্কুর ও আকবর আলী মিলে সহজেই দলকে জয়ের বন্ধরে পৌঁছে দেন।

সংক্ষিপ্ত স্কোর:
মোহামেডান: ২২৭/৯; (ইমরুল ৫৬, মিরাজ ২৯, রনি ৫১; রানা ৫/৪৫, মুরাদ ২/২০)
শাইনপুকুর: ১৫৮/৪ (২৭.৪ ওভার); (তানজিদ ৩৬, জিসান ২৬, মার্শাল ৩০, আকবর ২৭*; নাঈম ১/২৭, রনি ১/৪৫)
ফল: ডিএলএস মেথডে ৬ উইকেটে জয়ী শাইনপুকুর।

সম্পর্কিত খবর