নিজের পারফরম্যান্সে খুশি নন রশিদ খান
লম্বা সময় চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে রশিদ খানকে। এরপর অবশ্য আইপিএল দিয়ে মাঠের ক্রিকেটে ফিরেছেন। তবে বল হাতে আগের মতো প্রতিপক্ষের ত্রাস হয়ে উঠতে পারছেন না এই লেগি। যা নিয়েই কিছুটা হতাশ রশিদ।
এবারের আইপিএলটা খুব একটা ভালো যাচ্ছিল না তার। চেন্নাইয়ের বিপক্ষে তো ২ উইকেট তুলতে গিয়ে খরচ করতে হয়েছে ৪৯ রান। এরপর এক ম্যাচে ৩৩, একটিতে ৪০ রান খরচ করেছেন। এরপর অবশ্য নিজের চেনা ছন্দে ফিরতে শুরু করেছেন এই লেগি। লক্ষ্নৌয়ের বিপক্ষে ২৮ রান খরচায় ১ উইকেট তোলার পর রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১৮ রান খরচায় তুলেছেন ১ উইকেট। হয়েছেন ম্যাচসেরাও।
এরপরও নিজের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না রশিদ। বলেন, ‘সার্জারির পর প্রথম তিন ম্যাচে আমাকে যথেষ্ট সংগ্রাম করতে হয়েছে। সত্যি বলতে চোটের পর রিদমে ফেরা সহজ নয়। তবে আমি আমার সবশেষ দুই ম্যাচের পারফরম্যান্সে খুশি। আমার শরীর আমাকে সায় দেওয়ায় বোলিংটা এখন উপভোগ করছি। তবে উইকেটের দিক দিয়ে বিবেচনা করলে আমি আমার পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট নয়। যদিও এটাই টি-টোয়েন্টি ক্রিকেট। আমি চেষ্টা করব টুর্নামেন্টের বাকি পথে যত বেশি উইকেট নেওয়া যায়।’
এবারের আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে গুজরাট। দলটির অধিনায়ক হার্দিক নাম লিখিয়েছেন মুম্বাইয়ে। বাধ্য হয়ে শুভমান গিলকে অধিনায়ক করেছে ফ্র্যাঞ্চাইজিটি। গিলের অধিনায়কত্ব কেমন দেখছেন সেটাও জানতে চাওয়া হয়েছিল রশিদের কাছে।
উত্তরে রশিদ বলেন, ‘প্রথম দিন থেকেই সে দারুণ করছে। এটা দেখে ভালো লাগছে যে সে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। নেতৃত্বের ভার কাঁধে থাকার পরও ব্যাট হাতে যেভাবে দলকে টানছে সে, তা অসাধারণ। সে সব সময় তার সেরাটা দেওয়ার চেষ্টা করে সেটা যে কন্ডিশন বা পরিস্থিতিই হোক না কেন। সে দলের সবাইকে পারফর্ম করতে সাহায্য করছে, যা দেখেও ভালো লাগছে।’