ভারতে মুদ্রার অন্য পিঠটাও দেখলেন ম্যাক্সওয়েল

ভারতে মুদ্রার অন্য পিঠটাও দেখলেন ম্যাক্সওয়েল

 

বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে দুইশো রানের সেই ইনিংসটার দিন ম্যাক্সওয়েল মন এবং শরীরের সাথে লড়াইয়ের কথা ক্রিকেট ইতিহাসেই উদাহরণ হয়ে থাকবে। চাপের মুখে, শারীরিক ভাবে বিধ্বস্ত হওয়ার পরও মানসিকভাবে চাঙ্গা থেকেও কীভাবে ব্যাট করতে হয়, কীভাবে বড় রান করতে হয় ম্যাক্সওয়েলের চাইতে ভালো আর কে জানেন? 

তবে ম্যাক্সিরাও মানসিকভাবে ক্লান্ত হন৷ অবসাদগ্রস্ত হন। যে ভারতের মাটিতে ক্যারিয়ারের সেরা, তর্কসাপেক্ষে ওয়ানডে ক্রিকেটেরই অন্যতম সেরা ইনিংসটা খেলেছিলেন, উঠেছিলেন আনন্দের সপ্তম স্বর্গে, সেই ভারতের মাটিই তাকে দেখাল মুদ্রার উল্টো পিঠটা।

বাজে পারফর্ম্যান্সের সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে গরম করেছেন বেঞ্চ। এবার আইপিএল থেকেই বিরতিতে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল। কোনো চোট কিংবা আঘাত নয়। পারফর্ম করতে পারছেন না ঠিকঠাক তাই মানসিকভাবে হতে চান ফিট৷ মানসিক এবং শারীরিকভাবে আরও চাঙ্গা হতেই এমন সিদ্ধান্ত। 

ম্যাক্সওয়েল বললেন, ‘ব্যক্তিগতভাবে আমার জন্য এটা সহজ সিদ্ধান্ত। আমি শেষ ম্যাচের পর ফাফ এবং কোচের কাছে গিয়েছিলাম। বলেছিলামে যে, আমি মনে করি দলের জন্য অন্য কাউকে দিয়ে খেলানোর সময় এসেছে। আগেও আমি এই পরিস্থিতিতে পড়েছিলাম। আমি যদি এখন খেলা চালিয়ে যাই তাহলেও আরও গভীর গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি মনে করি, এখন আমার জন্য একটি ভালো সময়] নিজেকে কিছুটা মানসিক এবং শারীরিক বিরতি দেওয়ার, শরীর ঠিকঠাক করার। যদি আমাকে আবার ফিরে আসতে হয়, আমি আশা করি- সত্যিই ভালো মানসিকতা এবং শারীরিকভাবে ফিট হয়ে ফিরে আসতে পারবো। দলের জন্য ভালো প্রভাবও রাখতে পারবো।’

০, ৩, ২৮, ০, ১ এবং ০৷ চলতি আইপিএলে ছয় ইনিংসে পাঁচবারই আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে। কেকেআরের বিপক্ষে ১৯ বলে ২৮ রানের ইনিংস বাদ দিলে বাকী পাঁচ ইনিংসে করেছেন মোটে চার রান। সবমিলিয়ে চলতি আসরে তার ব্যাট থেকে ৩৪ বলে এসেছে ৩২ রান। স্ট্রাইক রেট ৯৪। গড় ৫.৩৩। ডাক তিনটা। সবমিলিয়ে বিন্দুমাত্রও প্রত্যাশার মান রাখতে পারেননি৷ দেখা যাক আবারও ফেরেন কিনা। ফিরলেও সেটা ম্যাক্সিসুলভ হয় কিনা।

সম্পর্কিত খবর