বাংলাদেশের নতুন স্পিন কোচ মুশতাক আহমেদ

বাংলাদেশের নতুন স্পিন কোচ মুশতাক আহমেদ

রঙ্গনা হেরাথ চলে যাওয়ার প্রায় সাড়ে চার মাস পর নতুন স্পিন বোলিং কোচ আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ দায়িত্বে আসছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক স্পিনার মুশতাক আহমেদ। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

আসছে জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পের শুরুতে তিনি যোগ দেবেন দলের সঙ্গে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে তার চুক্তিটা টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যন্ত। অর্থাৎ তিন মাসেরও কিছু কম সময় বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন পাকিস্তানি এই কোচ। 

বাংলাদেশের সাবেক স্পিন কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল গেল বছরের ৩০ নভেম্বর। তখন বাংলাদেশের নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চলছিল। সেই টেস্ট চলাকালেই বিদায় নেন হেরাথ।

চুক্তি শেষ হয়ে যাওয়ার পর আবারও সেই হেরাথকেই ফেরাতে চেয়েছিল বিসিবি। তার কাছে দিয়েছিল বছরে ২০০ দিন বিসিবির বিভিন্ন দলের সঙ্গে বিভিন্ন প্রোগ্রামে কাজ করার প্রস্তাব। তবে সে প্রস্তাবে হেরাথ রাজি হননি। তাই বিশ্বকাপের আগে সাড়ে চার মাসের মতো সময় ফাঁকা পড়ে ছিল বাংলাদেশের স্পিন বোলিং কোচের জায়গাটা। 

অবশেষে সে জায়গাটা পূরণ করছে বাংলাদেশ। অভিজ্ঞ স্পিন কোচ মুশতাক আহমেদ আসছেন। যদিও তা স্বল্পমেয়াদী ভিত্তিতে। 

মুশতাক আহমেদের অভিজ্ঞতার ঝুলিটা বেশ বড়। পাকিস্তান ক্রিকেট বোর্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের স্পিন কোচ ছিলেন তিনি। এবার তিনি কোচ হচ্ছেন বাংলাদেশের।

সম্পর্কিত খবর