ভারত সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াডে ২ পরিবর্তন

ভারত সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াডে ২ পরিবর্তন

আসছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। সে কারণে নারী ক্রিকেটের শীর্ষ দলগুলো বাংলাদেশের কন্ডিশনের আন্দাজ নিতে চাইছে একটু আগেভাগেই। 

অস্ট্রেলিয়া ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলে গেছে প্রথম বারের মতো। এরপর ভারতও আসছে বাংলাদেশে। চলতি এপ্রিলের শেষে বাংলাদেশে পা রাখতে চলেছে দলটি। 

আজ এক বিবৃতিতে সেই সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। সেখানে দেখা গেছে, অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে ২টি পরিবর্তন এসেছে স্কোয়াডে। সুমাইয়া আক্তার আর ফারজানা আক্তার লিসাকে রাখা হয়নি ভারত সিরিজের দলে।

তাদের বদলে দলে ঢুকেছেন দুইজন। রুবয়া হায়দার ঝিলিক ও ১৫ বছর বয়সী পেসার হাবিবা ইসলাম পিঙ্কিকে স্কোয়াডে রাখা হয়েছে। সুমাইয়া আক্তার মূল দল থেকে জায়গা হারালেও আছেন স্ট্যান্ডবাই দলে, ফলে সিরিজে তার খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না একেবারে। 

সিলেটের দুই স্টেডিয়ামে চলবে বিশ্বকাপ। সেই দুই ভেন্যুতেই খেলা হবে বাংলাদেশ-ভারত সিরিজের। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই ম্যাচ হবে। পরের দুই ম্যাচ হবে আউটার স্টেডিয়ামে। এরপর শেষ টি-টোয়েন্টিটা আবার হবে মূল স্টেডিয়ামে। 

সিলেট স্টেডিয়ামের ম্যাচগুলো হবে সন্ধ্যায়, ৬টা ৩০মিনিটে শুরু হবে তিনটি ম্যাচ; আর আউটারের ম্যাচ দুটি শুরু হবে দুপুর ২টায়। 

পাঁচ ম্যাচের এই সিরিজ খেলতে ভারত বাংলাদেশে আসবে ২৩ এপ্রিল। তার চার দিন পর ২৮ এপ্রিল শুরু হবে সিরিজ। এরপর ৩০ এপ্রিল আর ২ মে হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। ৬ আর ৯ মে হবে শেষ দুই টি-টোয়েন্টি। তার পরের দিনই বাংলাদেশ ছেড়ে যাবে ভারত নারী দল।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, সোবহানা মুশতারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, দিলারা আক্তার, রুবয়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিংকি

স্ট্যান্ডবাই: সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি

সম্পর্কিত খবর