ঘটনাবহুল কলকাতা-রাজস্থান ম্যাচের যত কীর্তি
আইপিএলে রেকর্ডগড়া ও রেকর্ডছোঁয়া দুটিই দেখল গত রাতের পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকা রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচটি। ম্যাচের প্রথম ইনিংস থেকেই শুরু হয় রেকর্ড। সুনীল নারাইন তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি পান এই ম্যাচেই। তাতেই গড়েছেন একাধিক রেকর্ড আর কীর্তি। এদিকে পরের ইনিংসে বাটলারের সেঞ্চুরি, রেকর্ড পরিমাণ রান তাড়া করে জয়। সব মিলিয়ে আইপিএলের এবারের আসরের ৩১তম এই ম্যাচটি এনেছে বাড়তি আকর্ষণ।
কলকাতার ইডেন গার্ডেনসে এই ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৩ রানের বিশাল সংগ্রহ পায় স্বাগতিকরা। সেখানে শেষ বল পর্যন্ত লড়াইয়ের পঅর ২ উইকেটের জয় পায় রাজস্থান।
এক নজরে দেখে নেওয়া যাক এই ম্যাচে গড়া রেকর্ডসহ সব কীর্তিগুলো।
নারাইনের প্রথম সেঞ্চুরি ও বিরল সব রেকর্ড
স্বীকৃত টি-টোয়েন্টিতে নিজের ৫০৪তম ম্যাচে এসে সেঞ্চুরির দেখা পেলেন ক্যারিবীয় তারকা সুনীল নারাইন। এতেই গড়েছেন একাধিক কীর্তি। আইপিএল ইতিহাসে সেঞ্চুরি ও ১০০ উইকেটের একমাত্র মালিক এখন তিনিই। এদিকে সেঞ্চুরি ও বল হাতে হ্যাটট্রিকের তালিকায় রোহিত শর্মা ও শেন ওয়াটসনের পরের নাম নারাইনের।
ইডেন গার্ডেনসে প্রথমবার কেকেআরের কোনো ব্যাটারের সেঞ্চুরি
আইপিএলে এখন পর্যন্ত মাত্র তিনটি সেঞ্চুরির দেখা পেয়েছে কলকাতা নাইট রাইডার্স দল। আইপিএলের প্রথম আসরের প্রথম ম্যাচেই কলকাতার হয়ে সেঞ্চুরি করেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। পরে গত আসরে দ্বিতীয়টি করেন ভেঙ্কেটেশ আইয়ার। এবার করলেন নারাইন। তবে তাদের ঘরের মাঠ ইডেনে এই প্রথম কোনো কলকাতার ব্যাটার পেল সেঞ্চুরির দেখা।
১০২ ম্যাচেই জশ বাটলারের ৭ সেঞ্চুরি
আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আটটি সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। এই কীর্তি গড়তে কোহলি খেলেছেন ২৪২ ম্যাচ। তবে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা বাটলার তার সাতটি সেঞ্চুরি করতে খেলেছেন কেবল ১০২ ম্যাচ।
রাজস্থানের রেকর্ডছোঁয়া জয়
২০২০ আসরে পাঞ্জাব কিংসের বিপক্ষে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ ২২৪ রান তাড়া করে জিতেছিল রাজস্থান। এর চার বছর পর তাদের সেই রেকর্ড ভাঙল তারা নিজেরাই। কলকাতার বিপক্ষে গত রাতের ম্যাচটিতেও সমান ২২৪ রান তাড়া করে জেতে ২০০৮ আসরের চ্যাম্পিয়নরা।