তুমি কুস্তিগীর কিংবা রাসেল নও, জয়সওয়ালকে আকাশ চোপড়া
দুর্দান্ত ছন্দে থেকে আইপিএল শুরু করেছিলেন যশস্বী জয়সওয়াল। তবে সেই ফর্মটাকে টেনে আনতে পারেননি চলমান আইপিএলে। এখন পর্যন্ত ৭ ম্যাচ শেষে তার রান মোটে ১২১, গড় মাত্র ১৭.২৮। এদিকে আইপিএল শেষেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যেখানে ওপেনিংয়ে ভারতের স্কোয়াডের অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে তাকে।
জয়সওয়ালের এমন অফফর্ম নিয়ে দুশ্চিন্তায় তার ভক্তরা। যাদের মধ্যে ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়াও আছেন। জয়সওয়ালকে নিয়ে এই দুশ্চিন্তা কাটাতে অধিনায়ক রোহিত শর্মাকে ফোন দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সেই সঙ্গে জয়সওয়ালকে মনে করিয়ে দিয়েছেন যে সে কুস্তিগীর কিংবা আন্দ্রে রাসেল নয়।
ইডেন গার্ডেনসে কলকাতার বিপক্ষে সবশেষ ম্যাচেও খুব একটা সুবিধা করতে পারেননি জয়সওয়াল। বৈভব অরোরাকে মারতে গিয়ে ৯ বলে ১৯ রান করে সাজঘরে ফিরেছেন। তার এমন প্রতি বলেই মারতে যাওয়া নিয়ে বেশ বিরক্ত চোপড়া।
জয়সওয়ালের ব্যাটিং নিয়ে চোপড়া বলেন, ‘আমি আসলে জয়সওয়ালকে নিয়ে কিছুটা চিন্তিত। কারণ সাধারণত সে এমনভাবে খেলে না। সে প্রতিটি বলই মারতে যাচ্ছে। তোমাকে মনে রাখতে হবে তুমি দারুণ একজন ক্রিকেটার, কারণ তুমি টাইমিংয়ে বিশ্বাস কর। তুমি কুস্তিগীর কিংবা আন্দ্রে রাসেল নও। তোমার খেলার ধরণ ভিন্ন।’
জয়সওয়ালের অফ ফর্ম কাটাতে রোহিতের ফোন দেওয়া উচিত বলেও মনে করেন চোপড়া। বলেন, ‘আমি তাকে লম্বা সময় ধরে দেখছি। আমি চাই, কুমারা সাঙ্গাকারা তার সঙ্গে কথা বলুক অথবা, রোহিত তাকে একটি ফোন দিক এবং বলুক ‘তুমি টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছ। কিন্তু তোমার কাছ থেকে এই ফর্ম প্রত্যাশিত নয়। আরও সাবধানে খেল।’ সে একটা ছয় ও চার মারল এবং আবারও একটি বড় শট খেলতে গিয়ে আউট হয়ে গেল।’