বিশ্বকাপ দলে জায়গা হবে তো পান্ডিয়ার?
আইপিএলে রোহিত শর্মার নিজের হাতে গড়া দল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে সে দলটার অধিনায়কত্ব এবার গেছে হার্দিক পান্ডিয়ার হাতে। এরপর থেকে দলটা নিয়ে যেন বেশ বিপাকেই আছেন নতুন অধিনায়ক। দল আছে আটে। হার্দিক নিজেও রান পাচ্ছেন না। যেদিন আবার রান পাচ্ছেন, সেটাও দলের কাজে আসছে না সেভাবে।
এদিকে তার বোলিংও এখন পড়ে গেছে সঙ্কটে। প্রথম দুই ম্যাচে ওপেনিং স্পেলে বল করেছেন। একটায় ইকোনমি দশ আরেকটায় সাড়ে এগারো। এরপর বোলিংটাই বন্ধ করে দিলেন৷ পরের দুই ম্যাচে বলই হাতে নিলেন না। পঞ্চম ম্যাচে এসে এক ওভার করেছেন৷ দিলেন ১৩ রান। সবশেষ ম্যাচে তিন ওভার করে রান দিয়েছেন ৪৩। সব মিলিয়ে বোলিংয়েও হ-য-ব-র-ল অবস্থা।
তবে কি শুধু ব্যাটার হিসেবেই টিম ইন্ডিয়ার স্কোয়াডে থাকতে চান হার্দিক? সেটাই যদি হয় সেক্ষেত্রে ব্যাটও তো তার হয়ে কথা বলছে না। এমন ব্যাটিং পারফর্ম্যান্স নিয়ে ভারতের এই ব্যাটিং লাইন আপে জায়গা হবে হার্দিকের? প্রশ্ন তুলেছেন জনপ্রিয় কমেন্টেটর হার্শা ভোগলে৷
‘হার্দিক যদি বল না করে, তাহলে কি সে টি–টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাবে? সে যদি বল না করে, তাহলে কি ভারতের শীর্ষ ছয় ব্যাটসম্যানের একজন হিসেবে খেলবে? আমি পুরোপুরি নিশ্চিত নই। কারণ, সে বল না করলে দলে শক্তিশালী অবস্থান থাকবে না। সেক্ষেত্রে তাকে ওপরে উঠে এসে ব্যাট করতে হবে। সেখানে অনেক বেশি প্রতিযোগিতা হবে।’
হার্দিকের নিয়মিত বল না করাটাও সন্দেহজনক ভাবেই দেখছেন আরেক ধারাভাষ্যকার এবং সাবেক কিউই পেসার সাইমন ডুল। তার কথা, ‘তুমি প্রথম ম্যাচে শুরুতেই বল করলে, এরপর হঠাৎ তোমার প্রয়োজন ফুরিয়ে গেল। আমি আপনাদের বলছি, কোনো না কোনো গড়বড় আছে। আমার মনে হয়, ও চোটে পড়েছে; কিন্তু স্বীকার করছে না। কথাটা আমি দৃঢ় বিশ্বাস নিয়েই বলছি।’
গুজরাট থেকে এসে মুম্বাইয়ের অধিনায়কত্ব নিয়েছিলেন। একে তো নিজে পারফর্ম করতে পারছেন না, তারওপর দলও ছয় ম্যাচে জিতেছে দুই ম্যাচ। এখন যোগ হয়েছে বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ার প্রবল সম্ভাবনাও।