ভারত-পাকিস্তানের এশিয়া কাপ আয়োজনে এসিসির ‘না’
ভারত আর পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্ক মোটেও ভালো নয়। রাজনীতির গণ্ডি পেরিয়ে খেলার মাঠেও প্রভাবটা চলে আসে এর। দুই দেশের শীতল সম্পর্কের কারণে এশিয়া কাপ, বিশ্বকাপ আয়োজনের আগে বেশ সমস্যাই সৃষ্টি হয়। সে সমস্যা এড়াতে এবার এশিয়া কাপ আয়োজনে এশিয়ার দুই বড় ক্রিকেট শক্তিকে এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
ভারতের মাটিতে পাকিস্তান সবশেষ সিরিজ খেলেছিল ২০১৩ সালে। ভারত শেষ বার পাকিস্তান সফর করেছে তারও আগে, ২০০৬ সালে সবশেষ পাকিস্তান আয়োজন করেছিল কোনো ভারত-পাকিস্তান সিরিজ। এরপর থেকে রাজনৈতিক শীতল সম্পর্কের কারণে আর এক দেশ আরেক দেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যেতে পারেনি।
পাকিস্তান তাও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ২০২৩ বিশ্বকাপ খেলতে পা রেখেছে ভারতে। ভারত সেটাও করেনি, সবশেষ এশিয়া কাপের আয়োজন ছিল পাকিস্তানে। ভারত সেখানে যেতে অস্বীকৃতি জানালে এসিসিকে হাঁটতে হয় ‘হাইব্রিড’ ফরম্যাটের দিকে। পাকিস্তানের পাশাপাশি টুর্নামেন্টের কিছু ম্যাচ আয়োজন করতে হয় শ্রীলঙ্কায়।
এমন পরিস্থিতি আবারও সৃষ্টি হোক, এসিসি তা চায় না। সে কারণে এশিয়া কাপের ভবিষ্যৎ স্বাগতিকদের তালিকা থেকে দুই দেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে এসিসি। চার থেকে আট বছরের জন্য এশিয়া কাপের মিডিয়া স্বত্ব বিক্রি করবে আইসিসি, তার পরিকল্পনাটা হবে আগামী মাসে। সেখানেই ভবিষ্যৎ টুর্নামেন্টগুলোর আয়োজক নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত আসবে।
ক্রিকবাজের খবর, সেখানে স্বাগতিকদের তালিকায় নেই ভারত আর পাকিস্তানের নাম। বাংলাদেশ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ওমান আছে এই ফর্দে। ফলে ভবিষ্যতে আবারও বাংলাদেশের এশিয়া কাপের আয়োজক হওয়ার সম্ভাবনা বাড়ল আরও একটু।