মুশতাককে দিয়ে লেগ স্পিনার খুঁজে বের করবে বিসিবি
লেগ স্পিনার নিয়ে বাংলাদেশের আক্ষেপটা লম্বা সময় ধরে। সেই আক্ষেপ ঘোচাতেই এবার প্রথমবারের মতো স্পিন বোলিং কোচ হিসেবে একজন লেগ স্পিনারকে নিয়োগ দিয়েছে বিসিবি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদকে নিয়োগ দিয়েছে বিসিবি। যার দায়িত্ব শুরু হবে আসন্ন জিম্বাবুয়ে সিরিজ থেকেই।
মূলত, বিশ্বকাপ পর্যন্তই মেয়াদ ধরা হয়েছে মুশতাকের। সব মিলিয়ে যেই সময়টা প্রায় তিন মাস। আর এই সময়ের মধ্যেই মুশতাককে দিয়ে দেশ ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা লেগ স্পিনার খুঁজে বের করতে চায় বিসিবি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন এমনটিই।
প্রথমবারের মতো স্পিন বোলিং কোচ হিসেবে লেগ স্পিনার নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ে জালাল বলেন, ‘(মুশতাকের সঙ্গে) আলোচনা হয়েছে দীর্ঘ মেয়াদের জন্য। কিভাবে আমরা বেনিফিট হতে পারি সেটা নিয়ে কথা হয়েছে। কিন্তু চূড়ান্ত হয়নি। আমাদের একজন ডানহাতি লেগ স্পিনারের ঘাটতি আছে। রিশাদ ছাড়া অন্য তেমন কেউ নেই। রিশাদ এখন জাতীয় দলে আছে। প্রতিভাবান দুয়েকজন যারা আছে, তাদের জন্য বড় একটা সাপোর্ট হবে (মুশতাক)। ওনার অভিজ্ঞতা তরুণদের সঙ্গে শেয়ার করাটা বিরাট ব্যাপার হবে। একই সঙ্গে মুশতাক আহমেদ আমাদের সঙ্গে থাকার সময়ে যদি আমাদের দেশে আনাচে কানাচে আরো ভালোমানের লেগ স্পিনার থাকে যারা এক্সপোজার পায়নি, তাকে দিয়ে যদি স্পিনার হান্টটা করতে পারি আমাদের জন্য খুবই ভালো হবে। লেগ স্পিনারদের ভবিষ্যতের জন্য ভালো হবে।’
স্পিনার হান্ট নিয়ে জালাল আরও বলেন, ‘আমরা আগেও একবার হান্ট করেছিলাম। এখন ডান হাতি রিস্ট স্পিনার পাওয়া খুব কঠিন। তারপরও ও (মুশতাক) আসার পর কেউ অনুপ্রাণিত হতে পারে। কারণ মুশতাক আহমেদের কাছে অনেক বেশি টিপস পাওয়া যাবে। তার এতো অভিজ্ঞতা, বিশ্বকাপের অভিজ্ঞতা, কোচিং এবং প্লেয়িং ক্যারিয়ার মিলিয়ে এটা একটা ভিন্ন পরিবেশ তৈরি করতে পারবে। সুতরাং এটা বিগ হেল্প। আমরা তার থেকে ওই সাপোর্টটা পেতেও পারি।’