‘কালবৈশাখী’তে চেপে বিরল রেকর্ড নারাইনের

‘কালবৈশাখী’তে চেপে বিরল রেকর্ড নারাইনের

তার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল একজন পূর্ণকালীন স্পিনার হিসেবে। এ পরিচয়ে ক্যারিয়ারের একটা বড় সময় কাটিয়ে শেষে এসে পুরোদস্তুর অলরাউন্ডার হয়ে গেলেন। এরপর থেকে সুনীল নারাইন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ওপেনার হিসেবে। বিশ্বের সব টি-টোয়েন্টি লিগে তার মূল্যটা তাতে বেড়ে বেড়ে গেছে বহুগুণে, হটকেক হয়ে আছেন অনেকদিন ধরেই। 

দিনকয়েক আগেই দিল্লির বিপক্ষে খেলেছিলেন ৩৯ বলে ৮৫ রানের টর্নেডো। সেদিন স্বীকৃত ক্রিকেটে প্রথম সেঞ্চুরিটা মিস করেছিলেন। তবে তিনি সময় নিলেন না খুব একটা। দুই ম্যাচ পরই সেই আক্ষেপ মেটালেন৷ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ইডেন গার্ডেন্সে ৫৬ বলে ১০৯। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সেই সাথে নাম ঢুকে গেলো নানান রেকর্ডে।

তৃতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে সেঞ্চুরি এবং হ্যাটট্রিক। ২০১৩ সালে পাঞ্জাবের বিপক্ষে আইপিএল ক্যারিয়ারের একমাত্র হ্যাটট্রিকটা করেন নারাইন। এবার দেখা পেলেন সেঞ্চুরি। 

অবাক করা ব্যাপার হচ্ছে ২০০৯ সালে ডেকান চার্জাসের হয়ে নিজের আইপিএল ক্যারিয়ারের একমাত্র হ্যাটট্রিকটা করেন রোহিত শর্মা। প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। ২০১২ সালে দেখা পান প্রথম আইপিএল সেঞ্চুরির। ২০২৪ সালে করেন দ্বিতীয় সেঞ্চুরি। অর্থাৎ এই তালিকার প্রথম নামটা টিম ইন্ডিয়ার অধিনায়কের। 

তালিকার অবশিষ্ট নাম শেন ওয়াটসন। রাজস্থান রয়্যালসের কিংবদন্তি বনে যাওয়া এই অজি অলরাউন্ডার হ্যাটট্রিকের দেখা পান ২০১৪ সালে সানরাইজার্সের বিপক্ষে। l আইপিএলে তার আছে চারটা সেঞ্চুরি। ২০১৩ এবং ২০১৫ রাজস্থানের হয়ে এবং ২০১৮ সালে সিএসকের হয়ে দুইটা শতক হাঁকান এই ওপেনার।

মঙ্গলবার রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে কালবৈশাখী ঝড় চালিয়ে দিয়ে এই বিরল রেকর্ডই গড়ে বসেছেন নারাইন।

সম্পর্কিত খবর