জিম্বাবুয়ে নারীদের পরামর্শক তাসকিনদের সাবেক গুরু

জিম্বাবুয়ে নারীদের পরামর্শক তাসকিনদের সাবেক গুরু

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশ। টেস্টে ৫১৯ উইকেট শিকার করে এক সময় সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তকমাটাও নিজের গায়ে মেখেছিলেন। পরবর্তীতে পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশেও। সেই তিনি এবার দায়িত্ব নিয়েছেন জিম্বাবুয়ে নারী দলের পরামর্শক হিসেবে।

দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ার শেষে আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে দায়িত্ব পালন করার পর; ২০১৬ সালের সেপ্টেম্বরে তিন বছরের জন্য বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পান ওয়ালশ। পেস বোলিং কোচের দায়িত্ব নিয়ে শিখিয়েছেন তাসকিন-মাশরাফি ও রুবেলদের। পরবর্তীতে বিসিবির চাকরি থেকে বাদ পড়ার পর দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের সঙ্গেও কাজ করেছেন। এবার তাকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট।

মূলত, চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে বাংলাদেশের মাটিতে। আর সেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেবে জিম্বাবুয়েসহ ১০টি দল। সেখান থেকে বিশ্বকাপের মূল পর্বের টিকিট পাবে দুটি দল। আর সেই লক্ষ্যেই ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে।

ওয়ালশকে নিয়োগ দেওয়ার পেছনে আরও একটি কারণ বাংলাদেশে লম্বা সময় তার কাজ কারার অভিজ্ঞতা। কেননা, বিশ্বকাপের টিকিট চূড়ান্ত হলে এখানেই আসতে হবে তাদের। আর সেটি হলে ওয়ালশের অভিজ্ঞতা বেশ কাজে দেবে জিম্বাবুয়ের।

সম্পর্কিত খবর