আহমেদাবাদে গুজরাটের ব্যাটিং ধস, অলআউট ৮৯
এক ম্যাচ আগেই টেবিল টপার রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছিল গুজরাট টাইটান্স। আত্মবিশ্বাসটাও তাই ছিল তুঙ্গে। তার ওপর নিজেদের মাঠ। যদিও শেষ পর্যন্ত কিছুই কাজে আসেনি দিল্লি ক্যাপিটালসের বোলিং আক্রমণের সামনে।
শেষদিকে রশিদ খান ছাড়া প্রতিরোধ গড়তে পারেনি গুজরাটের কোনো ব্যাটার। ইশান্ত শর্মা ও ট্রিস্টান স্টাবস ও মুকেশ কুমারদের বোলিং আক্রমণের সামনে তাসের ঘরের মতো ধসে পড়েছে গুজরাটের ব্যাটিং লাইনআপ। অলআউট হয়ে গিয়েছে মাত্র ৮৯ রানে। যা চলতি আইপিএলে দলীয় সর্বনিম্ন রানের রেকর্ড।
এদিন গুজরাটের শুরুটা হয়েছে ভয়াবহ। পাওয়ার প্লের আগেই মাত্র ৩০ রানে ৪ উইকেট খুইয়ে ম্যাচ থেকে এক রকম ছিটকে যায় শুভমান গিলের দল। সেই দল যে খুব বেশি দূর এগুতে পারবে না তা এক রকম নিশ্চিতই ছিল। এরপরও দেখার ছিল মিডল অর্ডার ও লোয়ার অর্ডার দলকে বিপদ থেকে কতটা টেনে তুলতে পারে।
তবে আগে বহুবার দায়িত্ব নিলেও এদিন সেটি পেরে উঠেনি দলটির ব্যাটারা। অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া ও শাহরুখ খানরা ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি। শেষ দিকে কিছুটা লড়াই করেছিলেন রশিদ। দলকে টানছিলেন। মনে হচ্ছিল তার ব্যাটে ভর দিয়েই দলীয় শত রান পার করবে গুজরাট। তবে শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি রশিদ ৩১ রানে সাজঘরে ফিরলে। রশিদ ফেরার পর মাত্র ১৭.৩ ওভারে স্কোরবোর্ডে ৮৯ রান তুলে গুঁটিয়ে যায় গুজরাট।
দিল্লি বোলারদের মধ্যে শুরুতে ইশান্ত ২ উইকেট নিলেও শেষটা করেছেন মুকেশ কুমার। ২.৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন তিনি।