দুই অঙ্কে শেষ গুজরাট, বড় জয় সৌরভের দিল্লির
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামটা হাতের উল্টোপিঠের মতো চেনা শুভমান গিলের, তার দল গুজরাট টাইটান্সেরও তাই হওয়ার কথা। তবে চেনা মাঠ, চেনা সমর্থকদের সামনেও এবার মুখ থুবড়ে পড়ল এক মৌসুম আগের চ্যাম্পিয়নরা। ৮৯ রানে শেষ হয়ে গেল গুজরাট। ৪ উইকেট খোয়ালেও সে রানটা ৮.৫ ওভারেই টপকে গেল দিল্লি ক্যাপিটালস। ৬৭ বল হাতে রেখে পাওয়া এই বিরাট জয়ে আইপিএল পয়েন্ট তালিকার ছয়ে উঠে এল কোচ সৌরভ গাঙ্গুলীর দিল্লি।
আজ বুধবার ম্যাচের শুরু থেকেই ভাগ্যটা বিপরীতেই ছিল গুজরাটের। টস হেরে ব্যাট করতে নামতে হলো। এরপরই শুরু তাদের ব্যাটিং বিপর্যয়ের।
শুরুতেই ইশান্ত শর্মার বলে আউট হন শুভমান। ওপেনার ঋদ্ধিমান সাহা ২, সাই সুদর্শন ১২, ডেভিড মিলার করতে পারলেন মোটে ২। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছিলেন শাহরুখ খান, তিনিও আউট হলেন একেবারে শুরুর বলেই। ৪৮ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটা।
সে বিপর্যয় আর কাটিয়ে ওঠা হয়নি তাদের। ৮৯ রানও যে করল গুজরাট, তাও শেষ দিকে রশিদ খানের কল্যাণে। ২৪ বলে ৩১ রান করে তিনিই কিছুটা গতি যুগিয়েছেন সাবেক চ্যাম্পিয়নদের রানের চাকায়।
১৪ রানে ৩ উইকেট নেন মুকেশ কুমার, ইশান্ত ৮ রানে ২ উইকেট, ১১ রানে ২ উইকেট জমা পড়ে ট্রিস্টান স্টাবসের ঝুলিতে।
এবারের আইপিএলে ২০০ রানও নিরাপদ কিছু নয়। সেখানে ৮৯ রান তো বালির বাধও নয়! তবু এই রান নিয়ে লড়াইয়ের আভাস দিচ্ছিল গুজরাট। পৃথ্বী শ এক অঙ্কে ফিরে যান। অন্য ওপেনার জ্যাক ফ্রেজার ১০ বলে ২০ রান করলেও ইনিংস বড় করতে পারেননি। অভিষেক পোড়েলও ঝোড়ো শুরুর পর ঝরে পড়েন ১৫ রানে। শেই হোপ করেন ১৯। ৬৭ রানে ৪ উইকেট খুইয়ে বসে দিল্লি।
তবে লক্ষ্যটা ছোট ছিল বলে রক্ষা পেয়ে যায় দিল্লি। অধিনায়ক ঋষভ পান্ত ১১ বলে ১৬ রান করে অপরাজিত থাকলেন। ওপাশে সুমিত অপরাজিত থাকলেন ৯ বলে ৯ রান করে। ৬ উইকেটে জেতে দিল্লি।
সব মিলিয়ে ম্যাচটা স্থায়ী হয় মোটে ১৪৩ বল। এবারের আইপিএলে সবচেয়ে ছোট ম্যাচটা জিতে পয়েন্ট তালিকায় গুজরাটকে টপকে ছয়ে উঠে এল দিল্লি। সাত ম্যাচে তাদের অর্জন ৬, গুজরাটেরও তাই, কিন্তু বড় জয় নেট রান রেটে অনেক এগিয়ে দিয়েছে দিল্লিকে।