সাকিবের খেলা নিয়ে ফের শঙ্কা
বৃহস্পতিবার দুপুরে বিশ্বকাপের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে আলোচনার তুঙ্গে রয়েছে একটা বিষয়ই, এই ম্যাচে বাংলাদেশ অধিনায়ক খেলা কিংবা না খেলার বিষয়ে। যদিও ভারত ম্যাচকে সামনে রেখে বুধবার ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেছেন সাকিব। ৪৫ মিনিটের ব্যাটিং সেশনের পাশাপাশি রানিংও করেছিলেন। তবুও টাইগারদের স্বস্তিতে থাকার উপায় নেই। কারণ এখনও ভারত ম্যাচে সাকিবের খেলা নিয়ে শঙ্কার মেঘ যেন কাটছেই না। এমনকি ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও এই ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডারের খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
হাথুরু বুধবার বলেন, 'ম্যাচের দিন (বৃহস্পতিবার) সকালে সিদ্ধান্ত হবে। সাকিবের চোটের স্ক্যান হয়েছে আজ। রিপোর্ট এখনো পাওয়া যায়নি। মঙ্গলবার অনুশীলনে সাকিব লম্বা সময় ব্যাটিং করেছে। দৌড়াদৌড়ি করেছে। তখন তার কোনো সমস্যা চোখে পড়েনি। আর রিপোর্ট যদি ঠিক না আসে, তাহলে ভারতের বিপক্ষে তাকে ছাড়াই খেলতে হবে।'
ভারতের বিপক্ষে ব্যাটিং কিংবা বোলিং দুই ডিপার্টমেন্টেই বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে সফল সাকিব আল হাসান। সে হিসেবে ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে সাকিব যদি নাই খেলতে পারেন তাহলে যে এক বিশাল ধাক্কা খাবে বাংলাদেশ দল, তা অন্ততপক্ষে বলাই যেতে পারে।
আগের দিন মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে দুপুরে বাংলাদেশ দলের অনুশীলন করেন অধিনায়ক সাকিব। ফুটবল খেলাতে ঘাম ঝরিয়ে নিজেকে প্রস্তুত করেন তিনি। কিন্তু বুধবার ফের অস্বস্তি বোধ করলে হাসপাতালেও যেতে হয় তাকে। সাকিবের চোটের স্ক্যান হয়েছে এদিন। রিপোর্ট এখনো পাওয়া যায়নি। বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ম্যাচের দিন সকালে রিপোর্ট হাতে পেলেই সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজম্যান্ট। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ম্যাচটা মিসও করতে পারেন সাকিব।
বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে পুনেতে শুরু হবে বাংলাদেশ-ভারত ম্যাচটি।