ভালো শুরু পেয়েও দ্রুতই ফিরলেন তামিম
বিপিএলের পর ডিপিএলে তামিম ইকবালের নিয়মিত রান পাওয়াতেই কী জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি? আপাতত সেটি প্রশ্ন হিসেবেই থাক। উত্তর হয়তো মিলবে অন্য কিছুর রেশ ধরে। ঢাকা প্রিমিয়ার লিগে শুরুটা ভালো না পেলেও রানে ফিরতে খুব একটা সময় নেন নি তামিম। টুর্নামেন্টে এখন পর্যন্ত সেঞ্চুরির দেখা না পেলেও ফিফটি করছিলেন নিয়মিতই। তবে ঈদের বিরটির পর ফিরে আবাহনীর বিপক্ষে ম্যাচে স্রেফ ১ রান করে সাজঘরে ফেরেন তামিম। এবার আজকের (বৃহস্পতিবার) গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে ম্যাচে শুরুটা ভালো পেলেও তা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি এই বাঁহাতি ওপেনার। ফিরেছেন ১৫ বলে ২০ রান করে।
নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করছে তামিমের দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শেষ খবর পাওয়া পর্যন্ত ইনিংস মাঝে এসে ২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ ১৩১ রান।
ইনিংসের তৃতীয় ওভারে গাজী টায়ার্সের পেসার মারুফ মৃধার শুরুর তিন বলে পর্যায়ক্রমে চার, ছক্কা ও চার মেরে শুরুটা দারুণ পেয়েছিলেন তামিম। তবে ঠিক পরের ওভারেই ইকবাল হাসান ইমনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফিরতে হয় তাকে। দলীয় স্কোরবোর্ডে রান তখন ২৭।
এখন পর্যন্ত ডিপিএলে ১১ ম্যাচে তামিমের ব্যক্তিগত খাতায় মোট সংগ্রহ ৪২৪ রান। যেখানে পাঁচটি ফিফটি পেরোনে ইনিংস খেলেন তিনি। এতে আপাতত উঠে এলেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার তিনে।