যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার স্টুয়ার্ট ল। নামটির সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের সখ্যতা অনেক আগ থেকেই। সময়ের হিসেবে এক যুগ আগ থেকেই। ২০১১ সালে তিনি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে। তার কোচিংয়েই ২০১২ সালে প্রথমবারের মতো বাংলাদেশ খেলেছিল এশিয়া কাপের ফাইনালে। পরে সম্প্রতি বাংলাদেশ যুব দলের দায়িত্বেও ছিলেন স্টুয়ার্ট ল। এরপর আবেদন করেছিলেন বাংলাদেশের জাতীয় দলের ব্যাটিং কোচের পদে। শেষ পর্যন্ত তার নাম বিচেচিত হয় নি। এর কিছুদিন পরই নতুন ভূমিকায় দেখা মিলল তাকে। যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন তামিম-সাকিবদের সাবেক এই কোচ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রে ক্রিকেট অ্যাসোসিয়েশন।
এদিকে স্টুয়ার্ট ল’য়ের প্রথম অ্যাসাইনমেন্ট হতে চলেছে বাংলাদেশের বিপক্ষেই। আগামী মাসে নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। সেই সিরিজ দিয়েই শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সাবেক এই কোচের মার্কিন ক্রিকেটের যাত্রা। আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
চলতি বছরের শুরুতে তার অধীনেই যুব বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এদিকে কেবল বাংলাদেশ নয়, ২০১৭ থেকে ২০১৮ এই দুই বছর ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্বেও ছিলেন স্টুয়ার্ট ল। এছাড়া অস্ট্রেলিয়া জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেছেন।