মুস্তাফিজের বিকল্প ঠিক করে ফেলেছে চেন্নাই

মুস্তাফিজের বিকল্প ঠিক করে ফেলেছে চেন্নাই

এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। পেস ইউনিটে হয়ে উঠেছেন দলের মূল শক্তির জায়গা। থাকছেন নিয়মিত একাদশেও। তবে পুরো টুর্নামেন্টে তার সার্ভিস পাচ্ছে না দলটি। আগামী ১ মে শেষ হচ্ছে মুস্তাফিজের এনওসির মেয়াদ। যার ফলে বাধ্য হয়ে বিকল্প ভাবতে হচ্ছে তার দল চেন্নাইকে। আর সেই বিকল্প পেসার মুস্তাফিজ থাকাকালীন সময়ই ঠিক করে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিটি।

আর এটি মূলত সম্ভব হয়েছে দলটির কিউই ওপেনার ডেভন কনওয়ে ছিটকে যাওয়ায়। কনওয়ে ব্যাটার হিসেবে খেললেও, যেহেতু, মুস্তাফিজও ক’ম্যাচ পরেই চলে যাবেন তাই কনওয়ের বদলি হিসেবে একজন পেসার দলে ভিড়িয়েছে চেন্নাই। দলে ডাকা হয়েছে ইংলিশ পেসার রিচার্ড গ্লিসনকে।

ইংল্যান্ডের হয়ে ৩৪ বছর বয়সে অভিষেক হয় তার। ২০২২ সালে ভারতের বিপক্ষে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত খেলেছেন ৬টি টি-টোয়েন্টি। যেখানে ২০.৭৭ গড়ে তার উইকেট সংখ্যা ৯টি। সেই তাকেই এবার দলে যুক্ত করেছে চেন্নাই। এক্ষেত্রে অবশ্য বেশ সাশ্রয়ী মূল্যেই গ্লেসনকে পেয়েছে চেন্নাই। ভিত্তিমূল ৫০ লাখ রুপিতেই তাকে পেয়েছে চেন্নাই।

এবারের আইপিএলে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে চেন্নাই। ৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের ৩ নম্বরে। তাদের পরবর্তী ম্যাচ আগামী ১৯ এপ্রিল। যেখানে তাদের প্রতিপক্ষ লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

সম্পর্কিত খবর