টানা চোটে হাঁপিয়ে উঠেছেন আর্চার, ভাবছেন অবসরের কথা
বয়স সবে ২৯। বলতে গেলে ইংল্যান্ড দলের অপরিহার্য পেসার জোফরা আর্চার। অথচ এখনই অবসর নিয়ে ভাবতে হচ্ছে তাকে। ভাবতে হচ্ছে বললে বোধয় ভুল হবে, একরকম ভাবতে বাধ্য হচ্ছেন তিনি। টানা চোটে এক রকম হাঁপিয়েই উঠেছেন এই ইংলিশ পেসার। খেলতে পারেননি সবশেষ ওয়ানডে বিশ্বকাপ ও চলমান আইপিএল। ফেরার আশা করছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে আধও সেটা সম্ভব কিনা জানেন না আর্চার। আর এই অনিশ্চয়তার কারণেই অবসর নিয়ে ভাবনা মাথায় এসেছে তার।
গত দুই বছর ধরেই কনুই ও পিঠের চোটে ভুগছেন আর্চার। সেই চোট এখনও সারেনি তার। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ফিরবেন তিনি। যদিও সেই নিশ্চয়তা দিতে পারছেন না খোদ আর্চার নিজেই।
চোটের কারণে অবসরের ভাবনাও যে মাথায় আসে আর্চার জানিয়েছেন সেটাও। বলেন, ‘আমি এখনও পর্যন্ত পুরো ১২ মাস ধরে ক্রিকেট খেলিনি। গত বছর আমি জানুয়ারি থেকে মে পর্যন্ত খেলেছিলাম। আমার মনে হয় তার আগের বছর, আমি হয়তো সাসেক্সের হয়ে এক বা দুটি ম্যাচ খেলেছি, তাই আমার পক্ষে এটা বলা কঠিন। (অবসর নিয়ে ভাবনা) মাঝে মাঝে এমন মনে হয়।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবে কিনা এমন প্রশ্নে আর্চার বলেন, ‘আমি সত্যিই এটি নিয়ে ভাবতে চাই না - তবে যে কারণেই হোক আমি বিশ্বকাপে না যেতে পারলেও আমার হাতে টি-টোয়েন্টি ব্লাস্ট আছে, হান্ড্রেড আছে। এখনও এমন ক্রিকেট আছে যেখানে আমি গত কয়েক বছরে খেলার সুযোগ পাইনি। তাই আমি যতটা বিশ্বকাপ খেলতে চাই, সেটা যদি কোনো কারণে না হয়, অন্তত সেসব খেলতে চাই।’