সাঁতারে তিনটি জাতীয় রেকর্ড
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় ৩২তম জাতীয়, সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতার প্রতিযোগিতার ৩য় দিনে বুধবার সাঁতারে ৯টি ও ডাইভিং ০২ টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।
সাঁতারে ৩টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়। ১ম দিনে ১টি, ২য় দিনে ১টি, ৩য় দিনে ৩টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়।
৩য় দিন পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী ৩২টি স্বর্ণ, ১৮টি রৌপ্য, ১টি ব্রোঞ্জ পদক; বাংলাদেশ সেনাবাহিনী ৪টি স্বর্ণ, ১৩টি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জ এবং বিকেএসপি ৭ টি ব্রোঞ্জ পদক অর্জন করে।