১৭তেই বাজিমাত কানাডিয়ান সাঁতারুর
বয়স তার মোটে ১৭ বছর। অলিম্পিকে অবশ্য এটা সামার ম্যাকিনটশের প্রথম অংশগ্রহণ নয়, এর আগে টোকিওতে প্রথম বার অংশ নিয়েই চলে গিয়েছিলেন পদকের কাছে। তবে সেবার না পাওয়ার আক্ষেপটা এবার তিনি মেটালেন সরাসরি সোনা জিতেই।
তার দখলে একটা বিশ্বরেকর্ড আছে এই বয়সেই। তাই তার সোনা জেতাটা অস্বাভাবিক কিছু বলে ধারণা করা হচ্ছিল না। প্যারিসেও গতকাল তিনি আধিপত্য নিয়েই খেললেন। গড়ে বসলেন সর্বকালের চতুর্থ দ্রুততম টাইমিং।
তিনি তার যাত্রাটা শেষ করেন ৪ মিনিট ২৭.৭১ সেকেন্ডে। তাতেই তিনি পেছনে ফেলেন আমেরিকান কেটি গ্রিমেস (৪:৩৩.৪০) আর এমা উইয়ান্টকে (৪:৩৪.৯৩)।
টোকিওতে এটা তার দ্বিতীয় পদক। এর আগে কেটি লেডেকির সঙ্গে মিলে ৪০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে তিনি জিতেছিলেন রূপা। তবে সোনা জেতার সম্ভাবনা তার আছে আরও। ২০০ মিটার মেডলির ফেভারিট তিনিই। সঙ্গে ২০০ মিটার বাটারফ্লাইতেও তিনি ভালোভাবেই থাকবেন লড়াইয়ে।