রুপা জয়ের পরের দিন কোভিড পজিটিভ ব্রিটেনের পিটি
২০১৯ থেকে পাঁচ বছর পেরিয়ে গেলে করোনা ভাইরাসের প্রকোপ এখনও উবে যায়নি পুরোপুরি। এখনও প্রায়শই ক্রীড়াঙ্গন শোনা যায় অ্যাথলেটদের পুনরায় করোনা ভাইরাসে আক্রান্ত হবার ঘটনা। সেই ঘটনার দেখা মিলল এবার প্যারিস অলিম্পিকেও। সেটিও আবার অ্যাথলেটের পদক জয়ের পর। রোববার ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রুপা জেতেন গ্রেট ব্রিটেনের অ্যাডাম পিটি। এর পরের দিনই জানা গেল তিনি কোভিড পজিটিভ।
প্যারিস অলিম্পিকে রোববার টানা তৃতীয় সোনা জয়ের অনেকটা কাছাকাছি যেয়েও পারলেন না টিটি। ০.০২ সেকেন্ডের ব্যবধানে সোনা জেতেন ইতালির নিকোলা মার্তিনেঙ্গি।
এক বিবৃতিতে পিটির করোনা ভাইরাসে আক্রান্তের বিষয়টি জানায় ব্রিটেনের দলটি।
সেই বিবৃতিতে বলা হয়, ‘২৯ বছর বয়সী এই অলিম্পিয়ান সুইমিংয়ে শেষ দিকে রিলে ইভেন্ট দিয়ে প্রতিযোগিতায় ফেরার আশা করছেন। রোববার ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক ফাইনালের আগে অ্যাডাম পিটি অসুস্থতা বোধ করেন। ফাইনালের কয়েক ঘণ্টা পর তার লক্ষণ খারাপ হতে শুরু করে, এরপর সোমবার সকালে তার কোভিড টেস্ট করা হয়। তখন তিনি পজিটিভ হন।’
এদিকে টোকিও অলিম্পিকের মতো প্যারিস অলিম্পিকে অবশ্য করোনার কারণে প্রতিদ্বন্দ্বিতা থেকে কেউ বাদ পড়বে এমন কঠোর প্রটোকল নেই। এতেই ব্রিটেন দল আশা করছে রিলে দলের ইভেন্টের আগেই খেলায় ফিরবেন পিটি।