৬৯তম হয়ে বাছাইপর্ব থেকেই বিদায় সাঁতারু সামিউলের
১০০ মিটার ফ্রি-স্টাইলের বাছাইয়ে চমক দেখাতে পারলেন না বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। মঙ্গলবার ইভেন্টটির দ্বিতীয় হিটে ৫৩.১০ সেকেন্ড সময় নিয়ে হিটে আটজনের মধ্যে পঞ্চম হন নৌবাহিনীর এই ১৯ বছর বয়সী সাঁতারু। তবে সব মিলিয়ে এই ৬৯তম হয়ে ইভেন্টটির বাছাইপর্ব থেকেই বিদায় নিলেন সামিউল।
সাঁতারের ১০০ মিটার ফ্রি-স্টাইলে ১০ হিটে অংশগ্রহণ করেন মোট ৭৯ জন সাঁতারু। সেখানে ৪৭.৫৭ সেকেন্ড নিয়ে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যাক অ্যালেক্সি। সময়ের বিবেচনায় এই পর্ব থেকে মোট ১৬ জন জায়গা পেয়েছেন সেমিতে।
সেখানে সবশেষ ১৬তম হওয়া দক্ষিণ কোরিয়ার সুন-উ হোয়াং সময় নেন ৪৮.৪১ সেকেন্ড। এতেই বাছাইপর্ব পেরোনো থেকে সময়ের বিবেচনায় যোজন যোজন দূরে ছিলেন সামিউল।
থাইল্যান্ডে কেবল পাঁচ মাস প্রশিক্ষণেই টাইমিংয়ে দারুণ উন্নতি করেন সামিউল। এতেই সাঁতারের বিশ্ব সংস্থা ফিনার নজর কেড়ে পান প্যারিস অলিম্পিকের ওয়াইল্ড কার্ড। তাকে নিয়ে প্রত্যাশা স্বাভাবিকভাবেই ছিল অনেক বেশি। তবে সেখানে উতরে যেতে পারলেন না তিনি।
এদিকে অলিম্পিকের নামার আগে ১০০ মিটার ফ্রি-স্টাইলে সামিউলের ক্যারিয়ার সেরা টাইমিং ছিল ৫৩.১২ সেকেন্ড। তবে অলিম্পিকের মঞ্চে তিনি সময় নিলেন ৫৩.১০ সেকেন্ড, অর্থাৎ ০.০২ সেকেন্ড কম। এতেই নতুন ক্যারিয়ার সেরা টাইমিংটা স্মরণীয় করে রাখা হলো না সামিউলের।