জোড়া হলুদ কার্ড দেখেও রক্ষা, টাইব্রেকারে আবারও ‘ফ্রান্স-বধ’ মার্তিনেজের

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১১:২১ এএম | ১৯ এপ্রিল, ২০২৪

ম্যাচটা ছিল অ্যাস্টন ভিলা আর লিলের। তবে উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালের এই দ্বৈরথটা এ গণ্ডিটা ছাপিয়ে গিয়েছিল ম্যাচের আগেই। 

গতকাল রাতের ফিরতি লেগটা ছিল ফরাসি দল লিলের মাঠে। প্রতিপক্ষ দলে ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ, ২০২২ বিশ্বকাপের ফাইনালের পর থেকে ফ্রান্সে সবচেয়ে বেশি ঘৃণিত কেউ যদি থেকে থাকেন, তাহলে এই এমি মার্তিনেজই হবেন তিনি। লড়াইটা তাই হয়ে গিয়েছিল রীতিমতো ফ্রান্স বনাম মার্তিনেজের। 

না, এ পটভূমি শুধু ম্যাচের গল্পের খাতিরেই টেনে আনা নয়। ম্যাচের পরিস্থিতিটাই এমন বানিয়ে রেখেছিল লিলের সমর্থকরা। এমি মার্তিনেজ মাঠে ঢোকার সময় দুয়ো শুনেছেন। এরপর ম্যাচে যতবার বল তার হাতে, পায়ে গেছে, দুয়ো শুনেছেন ঠিক ততবার। লড়াইটাকে কি আর ‘ফ্রান্স বনাম মার্তিনেজ’ না বলে পারা যায়?

সে লড়াইয়ে শেষ হাসিটা মার্তিনেজই হাসলেন। জন্ম দিলেন আরও এক ‘ফ্রান্স-বধ’ উপাখ্যানের। তবে তার আগে আলোচনাও জন্ম দিলেন বৈকি! জোড়া হলুদ কার্ড দেখেও যে বেঁচে গিয়েছিলেন তিনি!

কীভাবে? ম্যাচে একটা হলুদ কার্ড দেখেছিলেন তিনি। ৩৯ মিনিটে রেফারি মার্তিনেজকে সতর্ক করেছিলেন হলুদ কার্ড দেখিয়ে। 

প্রথম লেগে ২-১ গোলে জেতা অ্যাস্টন ভিলা এর আগে-পরে দুটো গোল হজম করে বসল। শেষ মুহূর্তে গিয়ে ম্যাটি ক্যাশের গোলে স্কোরলাইন হয় ১-২, সামগ্রিক স্কোরলাইন ৩-৩ করে অতিরিক্ত সময়ে খেলাটা নিয়ে যায় অ্যাস্টন ভিলা।

এরপর খেলাটা পেনাল্টি শ্যুটআউটে গেল। ম্যাচে একটা হলুদ কার্ড দেখা এমিলিয়ানো মার্তিনেজ প্রথম পেনাল্টিটা ঠেকালেন, তারপর ঠোঁটে আঙুল ঠেকিয়ে প্রতিপক্ষ সমর্থকদের চুপ করার ইঙ্গিত দিয়ে দেখলেন দ্বিতীয় হলুদ কার্ডটাও! তবে এরপরও লাল কার্ড তিনি দেখেননি মূলত নিয়মের কারণে। নিয়মটা হচ্ছে, ম্যাচে দেখা হলুদ কার্ড পেনাল্টি শ্যুটআউটে কার্যকর থাকবে না, ফলে ম্যাচ আর পেনাল্টি শ্যুটআউটে দুই হলুদ কার্ড দেখলেও খেলোয়াড় বেঁচে যেতে পারবেন দিব্যি; মার্তিনেজ সে নিয়মের কল্যাণেই রক্ষা পেয়ে যান।

টাইব্রেকারে তারপর তার দল অ্যাস্টন ভিলাও মিস করেছে, লিওন বাইলির পেনাল্টি ঠেকান লুকাস শেভিয়ে। তবে লিলের শেষ পেনাল্টি নিতে আসা বেনজামিন আন্দ্রেকে ঠেকিয়ে জয়টা অ্যাস্টন ভিলাকে এনে দেন এমিলিয়ানো মার্টিনেজ। আরও একবার ‘ফ্রেঞ্চ-বধ’ উপাখ্যান রচনা করেন তিনি, এবার তা তাদের ডেরাতে দাঁড়িয়েই! তাতে ভর করে ৪২ বছর পর কোনো উয়েফা টুর্নামেন্টের সেমিফাইনালে চলে যায় অ্যাস্টন ভিলা।

খেলার দুনিয়া | ফলো করুন :