মোহামেডানকে তিনে তুললেন নাসুম-মিরাজ
লিগ পর্বের শেষ দিন আজ। মোহামেডানের সামনে সুযোগ ছিল পয়েন্ট তালিকার তিনে উঠে আসার। নাসুম আহমেদ আর মেহেদি হাসান মিরাজের দারুণ বোলিংয়ে ভর করে ব্রাদার্স ইউনিয়নকে বড় ব্যবধানে হারিয়ে তা ঠিকঠাক করে নিয়েছে সাদা-কালোরা।
নাসুমের ৫ আর মিরাজের ৩ উইকেটে ব্রাদার্স অলআউট হয় ১৩৫ রান তুলতেই। জবাবে ৫ উইকেট খোয়ালেও এই রান ২৬.৪ ওভার বাকি থাকতেই তুলে ফেলে মোহামেডান।
টস জিতে ফিল্ডিংয়ে নামা মোহামেডানকে শুরুর সাফল্যটা এনে দিয়েছিলেন আবু হায়দার রনি। এরপর শুরু নাসুম আহমেদ-জাদুর। পরপর দুই ওভারে তিনি তুলে নেন দুই উইকেট। ৬ রান তুলতেই ৩ উইকেট খুইয়ে বসে মোহামেডান। এরপর মাহমুদুল হাসান প্রতিরোধ গড়েন জাকিরুল আহমেদের সঙ্গে মিলে। তবে তাদের এই প্রতিরোধ ভাঙে ৪৮ রানের মাথায়, মেহেদি হাসান মিরাজের আঘাতে। ৬১ রান তুলতে অর্ধেক ইনিংস হাওয়া হয়ে যায় তাদের।
সেখান থেকে দলটা তিন অঙ্কে যায় মাহমুদুলের ৪৫ আর রাহাতুল ফেরদৌসের ৪৫ রানের দুটো ইনিংসে ভর করে। তবে এরপর মাহমুদুল দলীয় ১১৪ রানে বিদায় নিতেই ধসে পড়ে ব্রাদার্সের ইনিংস। শেষ ২১ রানে দলটা খোয়ায় ৫ উইকেট। নাসুম ২২ রান দিয়ে নেন ৫ উইকেট, আর মিরাজ ৩ উইকেট নেন ২৮ রান খরচায়।
লক্ষ্যটা সহজই ছিল। তবে তা আরও সহজ হয়ে যায় ইমরুল কায়েসের কল্যাণে। ৯২ রানের অনবদ্য ইনিংস খেলেন ওপেনিংয়ে নেমে। তার এই ইনিংসের কারণেই ওপাশের ব্যাটারদের আসা যাওয়ার মিছিলের পরও মোহামেডান কোনো বিপদে পড়েনি কখনোই। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল মোটে ১৪, রুবেল মিয়ার। তবে এপাশে ইমরুল একাই দলকে নিয়ে যান জয়ের বন্দরে।
এই জয়ের ফলে মোহামেডানের পয়েন্ট দাঁড়াল ১১ ম্যাচে ১৬তে। শেখ জামালের পয়েন্টও সমানই। তবে ২৬.৪ ওভার হাতে রেখে পাওয়া এই জয়ে দলটা নেট রান রেটে টপকে গেছে সাকিব আল হাসানের দলকে।